ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

হেরে শিরোপা স্বপ্ন শেষ রুপগঞ্জের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২২, ২০১৬
হেরে শিরোপা স্বপ্ন শেষ রুপগঞ্জের বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিকেএসপি থেকে: ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মৌসুমের শেষ ম্যাচে লিজেন্ড অব রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। রুপগঞ্জের দেয়া ১৪৪ রানের সহজ লক্ষ্য দোলেশ্বর টপকে গেছে মাত্র ৩ উইকেটের বিনিময়ে।

এই হারে এবারের আসরের শিরোপা দৌড়ে ছিটকে পড়লো ২২ পয়েন্ট নিয়ে আবাহনীর ঘাড়ে নিশ্বাস ফেলা দলটি। অন্যদিকে জয় পেয়েও লাভ হচ্ছে না প্রাইম দোলেশ্বরের। কারণ ২০ পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন দেখা দলটির স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে আবাহনীর বিপক্ষে প্রাইম ব্যাংকের সম্ভাব্য হারে। ফলে মৌসুমের শিরোপা অবধারিতভাবেই যাচ্ছে আবাহনীর ঘরে।  
 
এর আগে বুধবার (২২ জুন) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে লিজেন্ড অব রুপগঞ্জ। আর ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের দুই বোলার আল-আমিন হেসেন ও রাহাতুল ফেরদৌসের বোলিং তোপে এক রকম অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে রুপগঞ্জকে।

আল-আমিন একদিকে চালিয়েছেন পেস তোপ আর রাহাতুল ফেরদৌস ঝড় তুলেছেন স্পিন ঘুর্ণি দিয়ে। রুপগঞ্জের দুই ওপেনার মিজানুর রহমান ও সৌম্য সরকারকে ব্যক্তিগত ৬ ও ১৪ রানেই উইকেট ছাড়া করেছেন আল-আমিন। তার হাত থেকে রক্ষা পাননি রুপগঞ্জের ভারত অলরাউন্ডার পাওয়ান নেগিও। ব্যাক্তিগত ১৬ রানে তাকে ক্রিজ ছাড়া করেছেন এই টাইগার পেসার।

আল-আমিনের উইকেট উৎসবের দিনে বল হাতে মেতেছেন রাহাতুল ফেরদৌসও। তার স্পিন ঘুর্ণি একে একে সাঝঘরের পথ দেখিয়েছে মোহাম্মদ মিথুন (১৬), নাহিদুল ইসলাম (৪), সাজ্জাদুল হক (০) ও আলাউদ্দিন বাবুকে (৫)। বাদবাকি তিন উইকেট নিয়েছন সানজামুল ইসলাম, জাকারিয়া মাসুদ ও ইমতিয়াজ হোসেন।

তবে রুপগঞ্জের হয়ে ব্যাট হাতে এদিন একাই লড়েছেন ব্যক্তিগত ৫৯ রানে অপরাজিত থাকা আসিফ আহমেদ। তার রানেই মূলত ৪১.২ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৪৩ রানের সংগ্রহ পেয়েছে লিজেন্ড অব রুপগঞ্জ।

জবাবে জয়ের জন্য ১৪৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নামে দোলেশ্বর। তবে দলীয় ১৬ রানে তাইজুল ইসলামের বলে মিথুনের হাতে স্ট্যাম্পড হন ইমিতিয়াজ হোসেন। ব্যক্তিগত ৯ রানে ফিরেছেন দোলেশ্বর ওপেনার ।

তবে দ্বিতীয় উইকেটে দলের হয়ে হাল ধরেছেন রকিবুল ইসলাম ও রনি তালুকদার। তাদের ৭০ রানের জুটি অনেকটাই জয়ের সুবাস পেতে থাকে দোলশ্বর। কিন্তু দলীয় ৮৬ রান আলাউদ্দিন বাবুর মিডিয়াম পেস আঘাতে রনি তালুকদার মিডউইকেট থেকে সৌম্যর হাতে তালুবন্দি হলে জয়ের অপেক্ষা বাড়ে মিজানুর রহমান বাবুলের শিষ্যদের।

এরপর আর ফিরে তাকাতে হয়নি দোলেশ্বরকে। তৃতীয় উইকেটে শচিন বেবি ও রকিবুল হসান দলকে নিয়ে যান জয়ের একেবারে দ্বারপ্রান্তে।

তবে রকিবুল ব্যক্তিগত ৬৬ রানে অপরাজিত থাকেলও শেষ পর্যন্ত থাকতে পারেননি শচিন। কেননা ব্যক্তিগত ২৩ ও দলীয় ১৪৩ রানে আবু হায়দার রনির বলে ক্যাচ তুলে দিয়েছেন সাজ্জাদুল হকের হাতে।

এরপর জয়ের বাকি আনুষ্ঠানিকতা শেষ করেন জাকারিয়া মাসুদ। ব্যক্তিগত ১ রানে দলকে পৌঁছ দেন জয়ের বন্দরে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।