ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সেই আবাহনী-দোলেশ্বর ম্যাচ নতুন করে!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
সেই আবাহনী-দোলেশ্বর ম্যাচ নতুন করে! বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার (২২ জুন) শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুমের শেষ রাউন্ড। তবে মিরপুরে শেষ রাউন্ডের লড়াইয়ে প্রাইম ব্যাংককে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেও শিরোপা জয়ের উৎসব করা হয়নি আবাহনীর!

কারণ গত ১২ জুন বিকেএসপির তিন নম্বর ভেন্যুর ম্যাচটি (আবাহনী-দোলেশ্বর) ম্যাচটি স্থগিত হয়ে ছিল।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দেয়া ঘোষণা অনুযায়ী, এখন নতুন করে মাঠে গড়াবে ম্যাচটি। যার সম্ভাব্য তারিখ আগামী ২৪ জুন। ম্যাচের তারিখ-ভেন্যু চূড়ান্ত না হলেও নতুন করেই শুরু হবে ম্যাচটি সে বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন বোর্ড সভাপতি।


 যদিও ১২ জুন স্থগিত হওয়া ম্যাচটির জন্য তদন্ত কমিটি বাইলজ অনুযায়ী দুই দলকে সমান ১ পয়েন্ট করে ভাগ করে দেয়ার সুপারিশ করেছিল। তবে এবারের প্রিমিয়ার লিগ জমজমাট হওয়ায় নতুন করে ম্যাচ দেয়ার ইচ্ছা পোষণ করেন বিসিবি সভাপতি।   সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তদন্ত কমিটি বাইলজ অনুযায়ী সুপারিশ করেছে পয়েন্ট ভাগ করে দিতে। যেহুতু মাঠে খেলার ফলাফল হয়নি। পরের দিনও (রিজার্ভ ডে) সুযোগ ছিল ম্যাচটি করার সেটিও হয়নি। তারপরও লিগটা জমজমাটা হওয়ায় আমার ইচ্ছা অমীমাংসিত ম্যাচটির নিষ্পতি হোক। ’
 
প্রাইম দোলেশ্বরের বিপক্ষে সুপার লিগের গুরুত্বপূর্ন ওই ম্যাচে স্টাম্পিংয়ের একটি আবেদন নাকচ করলে আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। পরে দুই ফিল্ড আম্পায়ার ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে ম্যাচ পরিচালনায় অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়েন। তখন থেকেই  ঝুলেছিল ম্যাচটির ভাগ্য। ৪৫ ওভারের ম্যাচে আবাহনীর দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান করার পর স্থগিত ঘটে ওই ঘটনা।

নতুন করে ম্যাচটি হতে যাওয়ায় শিরোপা-স্বপ্ন বেঁচে রইলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। বুধবার বিকেএসপিতে দোলেশ্বর শেষ রাউন্ডে লিজেন্ডস অব রুপগঞ্জকে হারিয়েছে ৭ উইকেটে। তাদের এখন ২০ পয়েন্ট। শেষ ম্যাচে জয় পেলে আবাহনীর সমান ২২ পয়েন্ট অর্জনের সুযোগ থাকবে দোলেশ্বরের। পয়েন্ট সমান হলে ‘হেড টু হেড’ তার পর ‘রান রেট’ বিবেচনায় যারা এগিয়ে থাকবে তারাই জিতবে শিরোপা। রান রেটে অনেকটা এগিয়ে রয়েছে আবাহনী।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।