ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচটিতে হারের স্বাদ পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৭ রানে হেরেছে মুশফিকুর রহিমের নেতৃত্বে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে স্বল্প রানের জবাবে ওপেনার নাজিমুদ্দিন ৫০, মুশফিক ৪৬ ও সৈকত আলী ৩৫ রান করেন। তবে ভিক্টোরিয়ার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে অন্যকোন ব্যাটসম্যান নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। ফলে ৪২ ওভারেই শেষ হয় তাদের ইনিংস।
ব্যাটসম্যান মুমিনুল হক স্পিন বোলিং করে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন। দুটি উইকেট পান ফজলে মাহমুদ। আর একটি করে উইকেট দখল করেন কামরুল ইসলাম রাব্বি, মাহবুবুল আলম ও আল-আমিন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুমিনুল হক ও আল-আমিনের হাফসেঞ্চুরিতে ৪৮.৩ ওভারে ২০৫ রানে শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস। দলের হয়ে অধিনায়ক নাদিফ চৌধুরী করেন ২৮ রান। আর রাব্বি ২৬ রানে অপরাজিত থাকেন।
মোহামেডান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান এনামুল হক জুনিয়র। এছাড়া দুটি করে উইকেট পান হাবিবুর রহমান ও ফয়সাল হোসেন।
এ ম্যাচের আগে অবশ্য শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে মোহামেডান ও ভিক্টোরিয়া। তাই এ ম্যাচটি ছিলো দু’দলের সামনে নিয়মরক্ষার ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এমএমএস