ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে নিলো ভারত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৬
সিরিজ জিতে নিলো ভারত ছবি:সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে জয় পেতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হলো ভারতের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তিন রানে জিতে সিরিজ ২-১এ নিজেদের করে নিলো মাহেন্দ্র সিং ধোনির দল।

 

ভারতের দেয়া ১৩৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৩৫ করতে সমর্থ হয় জিম্বাবুয়ে।    

জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে দারুণভাবে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ দিকে তিমিয়াসেন মারুমা ও এলটন চিগুম্বুরা ম্যাচকে জয়ের দিকেই নিয়ে যান। কিন্তু শেষ বলে দলটির চার রানের প্রয়োজন হলে, বারিন্দ্রার স্রানের বলে ক্যাচ উঠিয়ে দেন চিগুম্বুরা।

দলের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি খেলেন ভুসি সিবান্দা। ২৬ রান করেন পিটার মুর। আর শেষ দিকে ২৩ রান আসে মারুমার ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান স্রান ও ধাওয়াল কুলকার্নি। একটি করে উইকেট লাভ করেন আক্সার প্যাটেল ও যুভেন্দর চাহাল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেদার যাদভের ৫৮ রানের ওপর ভর করে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৩৮ রান করে ভারত। ২২ রান করেন ওপেনার লোকেশ রাহুল। আর ২০ রান আসে আম্বাতি রায়দু ও প্যাটেলের ব্যাট থেকে।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ডোনাল্ড ট্রিপান্নো। আর একটি উইকেট পান নেভিল মাদজিভি ও গ্রায়েম ক্রেমার।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি জিম্বাবুয়ে জিতেছিলো। পরে দ্বিতীয় ম্যাচটি ভারত জিতে সমতায় ফেরে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিলো ভারত।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।