ঢাকা: রবি শাস্ত্রী না অনিল কুম্বলে! এটাই গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত খবর ছিল। কে হবেন বিরাট কোহলিদের প্রধান কোচ? মিলিয়ন ডলারের এই প্রশ্নের উত্তর জানালো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কুম্বলেকে। বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানান, ‘অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কোচ বেছে নিতে চেয়েছিলাম৷ কমিটির সকলের সঙ্গে আলোচনার পরেই কুম্বলকে বেছে নিয়েছি আমরা৷ আমাদের বিশ্বাস কুম্বলে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন।
মোট ৫৭ জন কোচ হওয়ার জন্য বায়োডাটা জমা দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত ২১ জনকে বেছে তাদের সাক্ষাৎকার নেন কমিটিতে থাকা শচীন-সৌরভরা৷
ভারত জাতীয় দলের কোচ নির্বাচনে অতিরিক্ত সময় চেয়েছিল দেশটির ক্রিকেট উপদেষ্টা কমিটি। কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি জানান, তাদের প্রাথমিক বাছাইয়ে সবার সাক্ষাৎকার নেওয়া শেষ হয়েছে। বুধবার বিসিসিআই সেক্রেটারি অজয় শিরকের কাছে তা হস্তান্তর করা হয়। এদিকে শিরকে জানান, উপদেষ্টা কমিটিকে আবারও ব্যাপারটি ভালো করে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়। ফলে ধর্মশালায় বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির এক সভায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করা হতে পারে। সে সময় বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর নিশ্চিত করেন, বৃহস্পতিবারই কোচের নাম প্রকাশ করা হবে।
ভারতীয় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে। শাস্ত্রী এর আগে দলের ডিরেক্টর হিসেবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করেন। তবে এবারই প্রথম কোচিং পেশার জন্য আবেদন করেন কুম্বলে। অন্যদিকে দেশি কোচ লালচাঁদ রাজপুত ও প্রবিন আমরের সঙ্গে বিদেশিদের মধ্যে ছিলেন টম মুডি, স্টুয়ার্ট ল, অ্যান্ডি মোলস।
ভারতীয় কোচ নির্বাচনে উপদেষ্টা কমিটিতে ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন। সৌরভ ও লক্ষন ভারতেই অবস্থান করছেন। তবে দেশের বাইরে থাকলেও ভিডিও কনফারেন্সে যোগ দেন শচীন।
কুম্বলে ভারতের হয়ে ১৮ বছর ক্রিকেট খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ারে টিম ইন্ডিয়ার জার্সিগায়ে তিনি ২৭১টি ওয়ানডে আর ১৩২টি টেস্ট খেলেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৩ জুন ২০১৬
এমআরপি