ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

এজবাস্টনে অনিশ্চিত অ্যাঞ্জেলো ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এজবাস্টনে অনিশ্চিত অ্যাঞ্জেলো ম্যাথিউস ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ফিটনেস ফিরে পেতে লড়াই করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তার মাঠে নামা হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

শুক্রবার (২৪ জুন) পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ইংলিশদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বার্হিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

ইতোমধ্যেই ফিটনেস টেস্ট দিয়েছেন ম্যাথিউস। ফিল্ডিং সেশনে বিশ্রামে থাকলেও কিছুক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করেছেন। ম্যাচের একাদশ ঘোষণার আগে আবারো তার পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। অধিনায়কের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট।

নটিংহামের ট্রেন্ট ব্রিজে ২১ জুনের ম্যাচটিতে ইনজুরি আক্রান্ত হয়ে বাধ্য হয়েই মাঠ ছেড়েছিলেন ম্যাথিউস। তার আগে ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখান। ৭৩ রানের কার্যকরী ইনিংসের পাশাপাশি ছয় ওভারে ২২ রানের বিনিময়ে দু’টি উইকেট নেন।

শেষ পর্যন্ত অবশ্য কোনো দলই জয় পায়নি। রোমাঞ্চকর এক টাই ম্যাচ উপভোগ করেন দর্শকরা। ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের হার এড়ান ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।