ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লোভনীয় বেতন কিংবা যশ-খ্যাতি টানেনি দ্রাবিড়কে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
লোভনীয় বেতন কিংবা যশ-খ্যাতি টানেনি দ্রাবিড়কে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক দলপতি অনিল কুম্বলেকে। এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে কুম্বলেকে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিসিসিআই থেকে জানানো হয়, টিম ইন্ডিয়ার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কিংবদন্তি এই স্পিনারকে।

টিম ইন্ডিয়ার কোচ হতে মোট ৫৭ জন বায়োডাটা জমা দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত ২১ জনকে বেছে তাদের সাক্ষাৎকার নেন উপদেষ্টা কমিটি। ভারতীয় কোচ নির্বাচনে উপদেষ্টা কমিটিতে ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন। সাক্ষাৎকার আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচ নির্বাচনের প্রকৃয়া সম্পন্ন করা হয়। কুম্বলের নাম সুপারিশ করেন গাঙ্গুলি, টেন্ডুলকার ও লক্ষনকে নিয়ে গঠিত এই কমিটি।

তবে, এতোকিছুর দরকার হতো না, যদি ভারতের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড় দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেন। বিসিসিআই প্রধান কোচ হিসেবে চাইছিলেন রাহুল দ্রাবিড়কেই। কিন্তু ভারতের কোচ হিসেবে লোভনীয় অঙ্কের বেতন কিংবা যশ-খ্যাতির হাতছানি দ্রাবিড়কে টানেনি। তিনি দেশটির অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের জুনিয়র ক্রিকেটারদের নিয়েই কাজ করতে বেশি আগ্রহী। বর্তমানে এই জুনিয়রদের কোচ হিসেবে কাজ করে চলেছেন দ্রাবিড়।

বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ভারতীয় এক জনপ্রিয় সংবাদমাধ্যমে জানান, টিম ইন্ডিয়ার কোচের জন্য আমরা যে দীর্ঘ প্রকৃয়া অনুসরণ করেছি, তার কিছুই প্রয়োজন হতো না। ভারতীয় দলের কোচ হতে দ্রাবিড়কে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। তিনি জুনিয়র দলের সঙ্গেই কাজ করতে চাইছেন। দ্রাবিড়ের জন্য এটাই ভালো দিক। জাতীয় দলের দায়িত্ব, প্রচুর বেতনের অর্থ এসবের কোনোটার পেছনেই তিনি ছুটেননি। সিনিয়রদের দায়িত্ব না নিয়ে জুনিয়র দলের হয়েই তিনি কাজ করতে চেয়েছেন। আগামীর তারকা বানানোর কাজটাই তা কাছে বেশি মূল্য পেয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর আরও জানান, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা কোচ বেছে নিতে চেয়েছিলাম৷ কমিটির সকলের সঙ্গে আলোচনার পরেই কুম্বলকে বেছে নিয়েছি আমরা৷ আমাদের বিশ্বাস কুম্বলে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন।

ভারতীয় কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে। শাস্ত্রী এর আগে দলের ডিরেক্টর হিসেবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করেন। তবে এবারই প্রথম কোচিং পেশার জন্য আবেদন করেন কুম্বলে। অন্যদিকে দেশি কোচ লালচাঁদ রাজপুত ও প্রবিন আমরের সঙ্গে বিদেশিদের মধ্যে ছিলেন টম মুডি, স্টুয়ার্ট ল, অ্যান্ডি মোলস।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ২৪ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।