ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের উপর হামলাকারী ছয়জনের নাম প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
লঙ্কানদের উপর হামলাকারী ছয়জনের নাম প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর আক্রমণকারী ছয় সন্ত্রাসীকে চিহ্নিত করে পাকিস্তান। দেশটির সন্ত্রাসবিরোধী আদালত দোষী ছয় ব্যক্তির নাম প্রকাশ করেছে।

প্রায় সাত বছর পর তাদের চিহ্নিত করা হলেও তিনজন জামিনে রয়েছেন এবং বাকি তিনজন পলাতক রয়েছে বলে জানায় আদালত।

 

দেশটির লাখপথ জেলে আদালতের কার্যক্রম চলে। এ সময় হামলায় জড়িত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতের বিচারক মামলার পরবর্তী শুনানি চলতি মাসের ৩০ তারিখে ধার্য করেন।

নিদোর্ষ দাবি করা তিনজন হলেন ওবাইদুল্লাহ, জাভেদ আনোয়ার, ইব্রাহিম খলিল। তারা তিনজনই জামিনে রয়েছেন। তবে, হামলার ঘটনায় বাকি তিন জন আসামী আবদুল ওয়াহাব, জুবায়ের এবং আদনান আরশাদকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

লাহোরে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে বন্দুকধারীরা হামলা চালায় ২০০৯ সালের মার্চে। এতে শ্রীলঙ্কান কয়েকজন ক্রিকেটার আহত হন। এই তালিকাতে ছিলেন তাদের সহকারী কোচও।

হামলার পরপরই দেশে ফিরে যায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একপ্রকার নিষিদ্ধই থাকে। ২০১১ সালের বিশ্বকাপে আয়োজক হিসেবে থাকা পাকিস্তানের নাম কাটা পড়ে।

তবে, গত বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল এবং বাংলাদেশের নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল।

এর আগে আদালত মহসিন রশিদ এবং আবদুল রেহমান নামে দুজনকে এই মামলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকায় এনে তাদের বিরুদ্ধে মামলা করে। হামলার মূল পরিকল্পনাকারী মলিক ইশাক গত বছরের জুলাইতে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৪ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।