ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

‍আমিরের প্রত্যাবর্তনের ম্যাচে অনিশ্চয়তায় অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
‍আমিরের প্রত্যাবর্তনের ম্যাচে অনিশ্চয়তায় অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: লর্ডস টেস্ট দিয়ে দীর্ঘ প্রায় ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় মোহাম্মদ আমির। পাকিস্তানের পেস তারকার সম্ভাব্য প্রত্যাবর্তনের ম্যাচে দলের অন্যতম সেরা বোলার জেমস ‍অ্যান্ডারসনকে নাও পেতে পারে ইংল্যান্ড।

আগামী ১৪ জুলাই (বৃহস্পতিবার) চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

ডান কাঁধের ইনজুরিতে ভুগছেন টেস্ট ও ওয়ানডেতে ইংলিশদের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে পরবর্তী দু’টি কাউন্ডি ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ ডানহাতি পেসার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

এতেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও এখনো দু’সপ্তাহেরও অধিক সময় বাকি। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখছে ইসিবি ও ল্যাঙ্কাশায়ার মেডিকেল টিম। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পরেই অ্যান্ডারসনের লর্ডস টেস্টে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্ডারসন সম্প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে (তিন ম্যাচ) ২১টি উইকেট লাভ করেন। বর্তমানে তিনি টেস্টের নাম্বার ওয়ান বোলার। তাই তার অনুপস্থিতিটা পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে স্বাগতিকদের জন্য বড় ধাক্কাই বটে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।