ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

স্কুল ক্রিকেটের ফাইনাল মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
স্কুল ক্রিকেটের ফাইনাল মিরপুরে

ঢাকা:  প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সোমবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে। ফাইনালে দিনাজপুর হাই স্কুল খেলবে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচটি ‍শুরু হবে সকাল ৯টায়।

এ বছরের শুরুতে জেলা ও বিভাগীয় পর্যায়ে শুরু হয় টুর্নামেন্টটি। জেলার স্কুলগুলো থেকে বেরিয়ে আসে জেলা চ্যাম্পিয়ন। জেলার চ্যাম্পিয়নরা বিভাগীয় পর্যায়ে এসে প্রতিদ্বন্দ্বিতা করে। বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে গত ২১ জুন শুরু হয় জাতীয় রাউন্ড। ফাইনালের মধ্য দিয়ে যার পর্দা নামবে ২৭ জুন।

স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য, দেশের বিভিন্ন স্কুলের প্রতিভাবান ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ করে দেয়া। সেখান থেকে বাছাইকৃত প্রতিভাবানদের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ দিয়ে ক্রিকেটার তৈরীতে ভূমিকা রাখা।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।