ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি বাধায় এগিয়েই থাকলো ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
বৃষ্টি বাধায় এগিয়েই থাকলো ইংলিশরা

ঢাকা: ব্রিস্টলের তৃতীয় ওয়ানডে ম্যাচের কোনো ফলাফল আসেনি। বৃষ্টির কারণে স্বাগতিক ইংল্যান্ড আর সফরকারী শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

ফলে, প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচটিও কোনো ফল পেল না। যার কারণে দ্বিতীয় ম্যাচটি জেতায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়েই রইল ইংলিশরা।

 

তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভার ব্যাট করার সুযোগ পায়। ৯ উইকেট হারিয়ে সফরকারীরা ২৪৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ইংল্যান্ড ৪ ওভারে এক উইকেট হারিয়ে তোলে ১৬ রান। এরপর বৃষ্টি বাধায় বল আর মাঠে গড়ায়নি।

লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন দিনেশ চান্দিমাল। এছাড়া কুশল মেন্ডিস ৫৩ আর দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৬ রান করেন। শেষ দিকে উপুল থারাঙ্গা ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন।

ইংলিশদের হয়ে তিনটি করে উইকেট নেন লিয়াম প্লাংকেট এবং ক্রিস ওকস।

২৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে রানের খাতা খোলার আগে লাকমলের বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার অ্যালেক্স হেলস। আরেক ওপেনার জেসন রয় ৫ এবং জো রুট ১১ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ২৭ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।