ঢাকা: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে সফরকারীরা।
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু’দলের লড়াই। ৭ ও ৯ অক্টোবর মিরপুরে প্রথম দুটি ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ অক্টোবর, চট্টগ্রামে। ওয়ানডে সিরিজ শুরুর আগে ৪ অক্টোবর ফতুল্লায় রয়েছে একটি ওয়ার্মআপ ম্যাচ।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ২০-২৪ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর থেকে ০২ নভেম্বর মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রয়েছে দুই দিনের একটি ওয়ার্মআপ ম্যাচ।
২০০৩ সালের পর সাত বছর বিরতি দিয়ে ২০১০ ইংল্যান্ড দল বাংলাদেশে এসেছিল। একই বছর ইংল্যান্ড সফরে যায় টাইগাররা। এরপর আর বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলেনি ইংলিশরা। এর মাঝে দুই দল ওয়ানডে খেলেছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে। দুই বিশ্বকাপেই গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ইংলিশরা। বিস্ট্রলে নিজেদের মাটিতেও একবার টাইগারদের কাছে হেরেছিল ইংলিশরা।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২৭ জুন ২০১৬
এসকে/এমআরপি