ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন থিরিমান্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন থিরিমান্নে লাহিরু থিরিমান্নে-ছবি:সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। তার পরিবর্তে দলে আসছেন নিরোশান দিকওয়ালা।

পাঁচ ম্যাচর সিরিজের তিনটি ওয়ানডে শেষে ১-০তে এগিয়ে রয়েছে ইংলিশরা।

 

উইকেটরক্ষক ব্যাটসম্যান দিকওয়ালা বর্তমানে শ্রীলঙ্কান ‘এ’ দলের হয়ে যুক্তরাজ্যেই অবস্থান করছেন। তিনি এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের লঙ্কান তলে ছিলেন।

লঙ্কান দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, থিরিমান্নে গত ২৩ জুন থেকে কাঁধের ইনজুরিতে ভুগছেন। ইংলিশদের বিপক্ষে হয়ে যাওয়া তিনটি ওয়ানডেতে অবশ্য সে মাঠের বাইরেই ছিলেন। এছাড়া তিনটি টেস্ট ও আয়ারল্যান্ড সফরেও কোন ম্যাচই খেলতে পারেননি তিনি।

এদিকে ইনজুরি শঙ্কায় ভুগছেন দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও পেসার পারভেজ মারুফও।

ব্রিস্টলে দু’দলের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। আর দ্বিতীয় ম্যাচটি শ্বাসরুদ্ধকর ভাবে টাই হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।