ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট প্রত্যাবর্তনে প্রস্তুত আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
টেস্ট প্রত্যাবর্তনে প্রস্তুত আমির মোহাম্মদ আমির-ছবি:সংগৃহীত

ঢাকা: ১৪ জুলাই থেকে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে ইংল্যান্ড। এ ম্যাচের মধ্যে দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছেন পাক ফাস্ট বোলার মোহাম্মদ আমির।

আর এই টেস্টে আমির পুরোপুরি প্রস্তুত বলে জানান দলের ম্যানেজার ইন্তিখাব আলম।

 

আমির নিজের সর্বশেষ টেস্টটি এই লর্ডসেই খেলেছিলেন। সেবার স্পট ফিক্সিংয়ে দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান বাঁহাতি এ পেসার।

আলম বলেন, ‘আমরা ইতোমধ্যে তার প্রত্যাবর্তন সম্পর্কে সবাই জানি। তবে খেলার ব্যাপারে মানসিক ভাবে সে প্রস্তুত। সে নিজেকে দারুণ ভাবে মানিয়ে নিয়েছে। ’

এ দিকে ক্রিকেটে ফিরে এবারই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন না আমির। প্রত্যাবর্তন ঘটিতে আমির সর্বপ্রথম নিউজিল্যান্ড সফর করেছিলেন। পরে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ ও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন। তবে এবারই প্রথম সাদা পোশাকে নামবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।