ঢাকা: স্কটল্যান্ডের এডিনবরায় আজ থেকে শুরু হওয়া আইসিসির সপ্তাহব্যাপী সভায় টেস্ট ক্রিকেটের কাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ার কথা। সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
এই সভায় অনেক কিছু নিয়েই আলোচনায় বসছে আইসিসির নীতি নির্ধারকরা। শেষ পর্যন্ত কোন কোন প্রস্তাব অনুমোদন হয় সেটি জানতে আরও ক’দিন অপেক্ষা করতে হবে।
আইসিসির দুই স্তর টেস্টের প্রস্তাবে বিসিবির অবস্থান এর আগে পরিষ্কারভাবে জানা যায়নি। তবে আজ বিসিবির সহ-সভাপতি মাহবুবুল আনাম বলেছেন দ্বি-স্তর ভাবনাকে সমর্থন করে না বিসিবি
সোমবার (২৭ জুন) মিরপুরে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল শেষে মাহবুবুল আনাম বলেন, ‘আমরা এটাকে অবশ্যই সমর্থন করিনা। খেলা এমন একটি জিনিস আপনি যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের সঙ্গে খেলবেন ততই উন্নতি হবে। ওয়ানডেতে আমরা যদি বড় দলগুলোর সঙ্গে না খেলতাম তাহলে আমাদের এ স্ট্যান্ডার্ড তৈরি হতো না। আমরা ফুল মেম্বার থেকে যখন ফুল মেম্বার হয়েছি, আমরা যে স্তরে খেলতাম সেখানে আমরা নিজেদের বনের রাজা মনে করতাম। ’
তিনি আরও বলেন, ‘যখন আমরা ঊর্ধ্বস্তরে আসলাম তখন আমরা একটা ধাক্কা খেলাম। সেটা সত্যিকারের জগত সেখানে প্রতিযোগিতা অন্য লেভেলের ছিল। সেখান থেকে যদি আমরা আবার পিছিয়ে আসি আমি মনে করি আমাদের ক্রিকেট পিছিয়ে যাবে, অগ্রসর হবে না। ’
দ্বি-স্তরের চিন্তাটা এখনও ধোঁয়াশার মধ্যে আছে উল্ল্যেখ করে মাহবুবুল আনাম বলেন, ‘এখন পর্যন্ত এটা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যেই আছে, আমার মনে এটা আরও পরিষ্কার হওয়া দরকার। এখনও সম্পূর্ণ পরিষ্কার নয় যার উপর পুর্নাঙ্গ মন্তব্য করা যায়। এখানে শুধু মার্কেটিং রাইটস নয়। এখানে খেলা, মার্কেটিং সকলকে সমন্বয় করা হয়েছে। এটা এখনও স্পষ্ট নয়। ’
সভায় যে প্রস্তাবগুলো উঠতে যাচ্ছে, তা অনুমোদন পেলে যে ক্রিকেটের চেহারাই বদলে যাবে। দ্বিপাক্ষিক সিরিজভিত্তিক ক্রিকেটের বদলে খেলাটা হয়ে যাবে লিগভিত্তিক। সবচেয়ে বড় কথা, ক্রিকেটে চালু হবে দ্বি-স্তর বিশিষ্ট কাঠামো। দুটি স্তরে ভাগ হয়ে টেস্ট খেলবে ১২টি দেশ, ওয়ানডে ১৩টি। থাকবে উত্তরণ ও অবনমনব্যবস্থা।
এসব পরিবর্তন সামগ্রিকভাবে ক্রিকেটের জন্য ভালো হবে না খারাপ, তা নিয়ে বিতর্কও চলছে ক্রিকেট-বিশ্বে। বিশেষ করে, টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দলগুলো যে বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ হারাবে, তাতে কোনো সন্দেহই নেই। তারা ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিকভাবেও।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এসকে/এমএমএস