ঢাকা: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার (২৭ জুন) অনুষ্ঠিত হয়ে গেল প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। উত্তেজনাপূর্ন ম্যাচে দিনাজপুর হাই স্কুলকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।
লো-স্কোরিং ম্যাচে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯৫ রানে সাত উইকেট হারিয়ে বসে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে রিফাত হাসান ও অন্তর ইসলাম অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে ইনিংসের ১১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে।
স্কুলের ছেলেদের পরিণত ক্রিকেটজ্ঞান ও প্রতিভায় মুগ্ধ মাঠের দর্শক ও আগত অতিথি ও সংবাদকর্মীরা। মিডিয়া ফোকাসের কথা চিন্তা করে আগামীতেও মিরপুরে স্কুল ক্রিকেটের ফাইনাল আয়োজনের কথা জানান বাংলাদেশ বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুবুল আনাম। স্কুল ক্রিকেটের আগামী আসর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আনাম বলেন, ‘আগামীতেও আমরা স্কুল ক্রিকেটের ফাইনাল মিরপুরে করবো। আপনারা জানেন, স্কুল ক্রিকেট অতীতে আমাদের প্রচুর ক্রিকেটার দিয়েছে। আজকের এ খেলায় আপনারা দেখেছেন দিনাজপুর এবং টাঙ্গাইলের দুটি দল খেলেছে। অতীতে শহরভিত্তিক দলগুলো আসতো। তার মানে এটা বোঝা যায় ক্রিকেটের প্রচার কতটা হয়েছে। শহর থেকে আরও ভিতরে চলে গেছে। এটা সত্যি এর প্রচার যতটা হওয়া দরকার ছিল ততটা হয়নি। আরেকটা জিনিস আমি মনে করি এই টুর্নামেন্টটা ক্রিকেটিং সিজনে হওয়া দরকার। কারণ বর্তমান যে আবহাওয়া আমি মনি করি না এই সময়ে বাচ্চা ছেলেদের খেলা দেওয়া সমীচিন। আগামীতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে এ খেলা দেব, সেভাবেই ক্যালেন্ডার করা হয়েছে। ভালো অবস্থানে ভালো মাঠে এবং আন্তর্জাতিক মাঠে ওদের খেলার সুযোগ করে দেব। '
স্কুল ক্রিকেটের জৌলুস আগের চেয়ে কমে গেছে কিনা-এমন প্রশ্নের জবাবে বিসিবির সহ-সভাপতি বলেন, ‘আপনাদের বুঝতে হবে আন্তর্জাতিক ক্রিকেট যেভাবে প্রসার লাভ করেছে এবং টেলিভিশন এবং মিডিয়া যেভাবে জাতীয় দলকে ফোকাস করে বা প্রিমিয়ার লিগকে করে তার বাইরে অন্যান্য ক্রিকেট বা অনূর্ধ্ব ক্রিকেট ওইভাবে করে না। এখানে বিসিবি’র নিজস্ব মিডিয়া দিয়ে এর প্রচার আরও প্রচুরভাবে করা উচিত। স্কোরগুলো সংবাদমাধ্যমকে পাঠানো উচিত কিংবা কেউ ভালো খেললে তার সম্পর্কে জানানো উচিত বা আর্টিকেল পাঠানো উচিত, টেলিভিশনে এটা নিয়ে আশা উচিত।
চলতি বছরের শুরুর দিকে (ফেব্রুয়ারি) মাঠে গড়ায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। জেলার স্কুলগুলো থেকে বেরিয়ে আসে জেলা চ্যাম্পিয়ন। জেলার চ্যাম্পিয়নরা বিভাগীয় পর্যায়ে এসে প্রতিদ্বন্দ্বিতা করে।
বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে গত ২১ জুন শুরু হয় জাতীয় রাউন্ড। ফাইনালের মধ্য দিয়ে যার পর্দা নামলো আজ। টুর্নামেন্টে অংশ নেয় দেশের ৫৩৪ টি স্কুলের ১০,৮০০ জন ক্রিকেটের। চার মাসে দেশের বিভিন্ন ভেন্যুতে সর্বমোট ৯৬৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এসকে/এমএমএস