ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাঙ্কিংয়ে টাইগারদের ছুঁয়ে ফেললো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
র‌্যাঙ্কিংয়ে টাইগারদের ছুঁয়ে ফেললো ক্যারিবীয়রা বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আস্তে আস্তে পেছনে চলে যাচ্ছে বাংলাদেশ। এর বড় একটি কারণ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের কোন ম্যাচ না খেলা।

ফলে একধাপ নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজ খুব দ্রুতই উন্নতি করছে।

ক্যারিবীয়রা সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রি-দেশীয় সিরজ সম্পন্ন করেছে। যেখানে প্রোটিয়াদের হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পোলার্ড-হোল্ডাররা। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের কাছে হেরে যায় দলটি।

এই ত্রি-দেশীয় সিরিজের আগে বাংলাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ে ১০ রেটিং পয়েন্ট পিছিয়ে ছিলো ওয়েস্ট ইন্ডিজ (৮৮ পয়েন্ট)। তবে টুর্নামেন্টে দারুণ খেলার সুবাদে ছয় পয়েন্ট যোগ হয় তাদের রেটিংয়ে। ফলে বর্তমানে মাত্র চার পয়েন্ট পিছিয়ে রয়েছে ক্যারিবীয় দলটি।

ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে আট নম্বর র‌্যাঙ্কিংয়ে রয়েছে। তাদের থেকে চার পয়েন্ট বেশি পেয়ে সাতে রয়েছে বাংলাদেশ (৯৮ পয়েন্ট)। যেখানে ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

গত ২০১৫‘র সেপ্টেম্বরে আইসিসি’র সাত নম্বর র‌্যাঙ্কিংয়ে থেকে ২০১৭’র চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করেছিলো বাংলাদেশ। মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরটিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা আট দলের খেলা নিশ্চিত করে সেই সময়সীমা পর্যন্ত।

বর্তমানে নয় নম্বরে থাকা পাকিস্তান সেবার অবশ্য আট নম্বরে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছিলো। কিন্তু ক্যারিবীয়রা খেলতে পারছে না আসরটিতে।

এখন কথা হচ্ছে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ে সেরা আট দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি দুই দলকে আইসিসি’র সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলে সুযোগ নিতে হবে। তাই তুলনামূলক কম ওয়ানডে খেলা বাংলাদেশের জন্য ব্যাপারটি খুবই কঠিন হয়ে যাচ্ছে।

এদিকে র‌্যাঙ্কিংয়ে যাতে উন্নতি হয় সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজ করে যাচ্ছে। কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করে এফটিপির বাইরে ওয়ানডে ম্যাচ সিরিজ আয়োজনের চেষ্টা করছে (বিসিবি)। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডর সঙ্গে ত্রি-দেশিয় একটি সিরিজ আয়োজন করতে মুখিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিং:

১ অস্ট্রেলিয়া ১২৩ (-১)
২ নিউজিল্যান্ড ১১৩
৩ ভারত ১১০
৪ দক্ষিণ আফ্রিকা ১১০ (-২)
৫ ইংল্যান্ড ১০৪ (+১)
৬ শ্রীলঙ্কা ১০৪ (-)
৭ বাংলাদেশ ৯৮
৮ ওয়েস্ট ইন্ডিজ ৯৪ (+৬)
৯ পাকিস্তান ৮৭
১০ আফগানিস্তান ৫১
১১ জিম্বাবুয়ে ৪৬
১২ আয়ারল্যান্ড ৪১

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।