ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রশ্নবিদ্ধ বোলারদের নিয়ে কাজ শুরু ২০ জুলাই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
প্রশ্নবিদ্ধ বোলারদের নিয়ে কাজ শুরু ২০ জুলাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন ১১ জন বোলার। যাদের মধ্যে কয়েকজন অভিযুক্ত হয়েছেন একাধিকবার।

সব মিলিয়ে ১১ জন বোলার অভিযুক্ত হয়েছেন ১৮ বার।  

অভিযুক্ত এসব বোলারদের নিয়ে আগামী ২০ জুলাই থেকে কাজ শুরু করবে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সভা শেষে কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন কিভাবে কাজ করা হবে অভিযুক্ত বোলারদের নিয়ে।
 
জালাল ইউনুস বলেন, ‘১১ জনের মধ্যে ১০ জনকে নিয়ে আমরা কাজ করবো। আরাফাত সানিকে নিয়ে জাতীয় দলের ম্যানেজমেন্ট কাজ করায় আমরা তাকে নিয়ে কাজ করছি না। আগামী ২০, ২১, ২৫ ও ২৬ জুলাই অভিযু্ক্ত ১০ বোলারকে নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করা হাবে। একদিনে তিনজন করে বোলারকে পর্যবেক্ষণ করবো আমরা।

বোলিং অ্যাকশন রিভিউ কমিটিতে জালাল ইউনুসের সঙ্গে আছেন আরও তিন সাবেক ক্রিকেটার। এরা হলের ওমর খালেদ রুমি, দিপুর রায় চৌধুরী ও গোলাম ফারুক সুরু। মূলত, এরাই বোলারদের ভুল শোধরানো নিয়ে কাজ করবেন।

এর সঙ্গে বিসিবি একাডেমিকে সম্পৃক্ত করার ইচ্ছার কথা জানান জালাল ইউনুস, ‘আমাদের কমিটির মধ্যে বিশেষজ্ঞ পেস বোলার আছে, স্পিনার আছে। ওনারা মনিটরিং করবেন। সাথে আমাদের একাডেমিকে সম্পৃক্ত করে তাদের সঙ্গে কাজ করতে চাইবো। যেহুতু সবাই আমাদের দেশের ক্রিকেটার সবাইকে কারেকশন করার যথাসাধ্য চেষ্টা করা হবে। চেষ্টা করবো তাদের খেলানোর জন্য। আবার চাইবো না, যারা দীর্ঘ দিন ধরে অভিযুক্ত বোলার তারা খেলুক। ’

অ্যাকশন শুদ্ধ কিংবা অশুদ্ধ এটি নির্ণয়ের জন্য ক্যামেরা ও সফটওয়্যার আগামী ২০ তারিখের আগেই নিয়ে আসা হবে বলে জানান জালাল ইউনুস, ‘অ্যাকশন নির্ণয়ের জন্য আমাদের কিছু ক্যামেরা লাগবে। কিছু সলিউশন লাগবে। টু-ডি সলিউশন আনার চিন্তা করছি। আর কিছু ক্যামেরা লাগবে। ২০ তারিখের মধ্যে আমরা যোগাড় করে ফেলবো। কাজ আরও ব্যাপক মনে হলে থ্রি ডি সলিউশন আনতে হবে। আইসিসির সঙ্গে কথা বলছি বাইরেও কথা হচ্ছে। কার্ডিফে, চেন্নাইয়ে কথা বলছি। এটা প্রয়োজন হতে পারে দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে যদি আমরা কাজ সমাধান করতে পারি তাহলে আর দরকার হবে না।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।