ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বরিশালে দর্শক মাতালেন সাব্বির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বরিশালে দর্শক মাতালেন সাব্বির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

বরিশাল: বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নবজাগরণ ক্লাব। বরিশাল লায়ন্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে সাব্বির রহমানের নবজাগরণ।

সোমবার (২৮ জুন) বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পারফরমেন্স দেখতে শত শত ক্রিকেটপ্রেমী ও সমর্থক স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন।

আগে ব্যাট করা বরিশাল লায়ন্স ১৮.১ ওভারে মাত্র ৯২ রানে অলআউট হয়। ৯৩ রানের টার্গেটে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি তারকা নির্ভর নবজাগরণ দলকে। মাত্র ১০ ওভারে ৩ ইউকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জাতীয় দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানের দলটি।

দীর্ঘ সময় পর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বড় ধরনের ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে সাব্বির উপস্থিত দর্শকদের চার-ছক্কার আনন্দে মাতিয়ে তোলেন। ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে বেস্ট অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন সাব্বির। তার ১৮ বলের ইনিংসে ছিল দুটি চার আর তিনটি ছক্কার মার।

এছাড়া বরিশাল থেকে সদ্য জাতীয় দলে ডাক পাওয়া ফজলে রাব্বি ও প্রিমিয়ার লিগের ক্রিকেটার সালমান হোসেন যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়নি। ঈদ পরবর্তীতে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে পুরস্কার বিতরণ করা হবে।

স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল মহানগর আ’লীগ নেতা ও টুর্নামেন্টের আয়োজক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব নুরুল ইসলাম নুরু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গাজী নাঈদুল হোসেন লিটু প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৮ জুন, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।