ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সিসিএস ও একাডেমির ক্রিকেটারদের পাওনা মেটালো বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
সিসিএস ও একাডেমির ক্রিকেটারদের পাওনা মেটালো বিসিবি

ঢাকা: প্রিমিয়ার লিগের মাঝপথেই ক্রিকেটারদের বকেয়া পাওনার বিষয়টি আলোচনায় আসে। বেশ কয়েকটি ক্লাবই চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ করেনি।

সবচেয়ে নাজুক অবস্থা গেছে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) ক্রিকেটারদের। তাদের বেশিরভাগ ক্রিকেটারকে পরিশোধ করা হয়েছে পাওনার ৮-১০ শতাংশ অর্থ। কয়েকজন পেয়েছেন সর্বোচ্চ ১৫ শতাংশ।

বাধ্য হয়েই ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধের দায় নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফলশ্রুতিতে মঙ্গলবার (২৮ জুন) সিসিএস ও কলাবাগান ক্রিকেট একাডেমির ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশ অর্থ পরিশোধ করলো বিসিবি। বিসিবি কার্যালয়ের হিসাব বিভাগ থেকে চেক গ্রহণ করেছেন সিসিএস ও একাডেমির ক্রিকেটাররা।

পর্যায়ক্রমে বকেয়া থাকা অন্য ক্লাবগুলোর ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশ পরিশোধ করা হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। ঈদের পর পাওনার অবশিষ্ট অংশ দেয়া হবে বলে ক্রিকেটারদের আশ্বাস দিয়েছে বিসিবি।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ২৮ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।