ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডে নিজের সেরাটা খেলবে আমির: ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ইংল্যান্ডে নিজের সেরাটা খেলবে আমির: ওয়ার্ন মোহাম্মদ আমির-ছবি:সংগৃহীত

ঢাকা: নির্বাসন থেকে ফিরে নিজের প্রথম টেস্ট খেলতে মুখিয়ে আছেন পাকিস্তান ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আগামী ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান।

আর এ ম্যাচের আগে ‍আমিরকে শুভকামনা জানালেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।

ছয় বছর আগে লর্ডসেই শেষ টেস্ট খেলেছিলেন আমির। সেবার স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন বাঁহাতি এ বোলার। পরে ২০১৫ সালের ১৩ মার্চ ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে প্রত্যাবর্তন হয় তার।

চলতি বছরের জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন আমির। আর এবার ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন তিনি।

আমিরের প্রশংসা করে ওয়ার্ন বলেন, ‘ইংল্যান্ডে আমির দারুণ অভ্যর্থনা পাবে। আমি নিশ্চিত সে দুর্দান্ত কিছু করে দেখাবে। সে অসাধারণ একজন বোলার, সিরিজে সে ভালো কিছু করবে। ’

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ৩০ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।