ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক শামসুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক শামসুর শামসুর রহমান শুভ-ছবি:সংগৃহীত

ঢাকা: ২০১৫/১৬ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শামসুর রহমান শুভ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) তার দল সুপার সিক্সে না যেতে পারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি।

সুপার লিগের আগে তিনি ছিলেন ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ডিপিএলে শামসুরকে পেছনে ফেলে শেষ পর্যন্ত রকিবুল হাসান সর্বোচ্চ রান সংগ্রাহক হন। মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করা মুমিনুল হক শেষ দিকে এসে রকিবুলের কাছে আর পারেননি।

২০১৫/১৬ পঞ্জিকাবর্ষে ১৬৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ওপেনার শামসুর। যেখানে ডিপিএলে তিনি করেছেন ৫৮৮ রান। ৫৭৮ রান এসেছে জাতীয় ক্রিকেট লিগ থেকে। আর বাংলাদেশ ক্রিকেট লিগে তিনি করেন ৫০৮ রান। এ সময় সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও আসে শুভর ব্যাট থেকে।

১৬০২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রকিবুল হাসান। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুমিনুল ১৫৮৫ রান করে তৃতীয় অবস্থান ধরে রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ৩০ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।