ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বাইক চালিয়ে ধোনির বৃষ্টিবিলাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বাইক চালিয়ে ধোনির বৃষ্টিবিলাস ছবি: সংগৃহীত

ঢাকা: মহেন্দ্র সিং ধোনি যা পছন্দ করেন তাই করেন! সফল জিম্বাবুয়ে সফর শেষে নিজ শহর রাঁচিতে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক (ওয়ানডে ও টি-২০)। সেখানে বৃষ্টি-প্লালিত রাস্তায় বাইক চালিয়ে সময়টা বেশ উপভোগই করেন ‘ক্যাপ্টেন কুল’।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ধোনি। দেখা যায়, মাথায় হেলমেট দিয়ে প্রবল বৃষ্টি উপভোগ করছেন ২০১১ বিশ্বকাপ জয়ী। ক্যাপশনে লেখা, ‘বৃষ্টি এবং বাইক চালানো। রাঁচির জন্য বৃষ্টি খুবই প্রয়োজন। ’

অক্টোবরের আগে ধোনির আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা নেই। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে তার খেলা হচ্ছে না। সেপ্টেম্বরে তিনটি টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে নিউজিল্যান্ড।

১৬ অক্টোবর ধোনির নেতৃত্বে ধর্মশালায় প্রথম ওয়ানডে কিউইদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সিরিজের বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৯, ২৩, ২৬, ২৯ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।