ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাসেক্সে মুস্তাফিজের বদলি কুলাসেকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
সাসেক্সে মুস্তাফিজের বদলি কুলাসেকারা

ঢাকা: ইংলিশ কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টের দল সাসেক্সে চলতি মৌসুমে মুস্তাফিজুর রহমান খেলবেন কি না তা নিয়ে এখনও শঙ্কায় রয়েছে দলটি। শঙ্কা থাকলেও বাংলাদেশি এ পেসারকে পেতে অপেক্ষায় থাকা লুক রাইটের নেতৃত্বে দলটি মুস্তাফিজের বদলি হিসেবে শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারাকে চুক্তি করিয়েছে।

 

এর আগে মুস্তাফিজের ব্যাপারে শঙ্কা থাকায় তার পরিবর্তে দলে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসিকে। তার চুক্তির মেয়াদ বাড়ায় সাসেক্স। মুস্তাফিজের অনুপস্থিতিতে সামারসেট ও সারের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হন উইসি।

কাটার মাস্টার মুস্তাফিজ ভারত থেকে আইপিএল খেলে দেশে ফেরেন। প্রায় দুই মাস সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এ তারকা বর্তমানে চোট কাটিয়ে নেটে বল করা শুরু করেছেন। মুস্তাফিজকে নিয়ে বড় কোনো ঝুঁকিও নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজকে যতদিন পর্যন্ত না পাচ্ছে সাসেক্স, ততদিন উইসিকে দলের রাখার কথা জানান অধিনায়ক রাইট। তিনি এর আগে বলেছিলেন, ‘আমরা জানি না মুস্তাফিজুরের হ্যামিস্ট্রিং ইনজুরির বর্তমান কি অবস্থা। তবে আমরা তার জন্য অপেক্ষা করছি। আশা করি তার শারীরিক অবস্থা খারাপ না। ডেভিড আমাদের সঙ্গে থাকছে। তবে, দ্রুতই সে ক্যারিবীয়ান প্রিমিয়ারে নিজের দলে ফিরে যাবে। এরপর কি হয় তার দিকে আমরা তাকিয়ে আছি। ’

সাসেক্স দু’জন বিদেশি ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর ও মুস্তাফিজুরকে দলে নেয়। কিন্তু, আইপিএল থেকে চোট নিয়ে ফেরা কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় গত ০৯ জুন থেকে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটাতে পুনর্বাসনে থাকা বাঁহাতি এই পেসার গত ২৩ জুন নেটে বোলিং করেন।

ইনজুরির কারণে মুস্তাফিজ এখনো পুরোপুরি সুস্থ হয়ে না উঠায় সাসেক্স বসে থাকেনি।   অনেকটা অনিশ্চয়তার মধ্যেই তারা মুস্তাফিজের বদলি হিসেবে দলে টেনেছে লঙ্কান পেসার কুলাসেকারাকে। তিনটি টি-টোয়েন্টির জন্য ৩৩ বছর বয়সী শ্রীলঙ্কার পেসারকে দলে নিয়েছে সাসেক্স।

কেন্ট, মিডলসেক্স আর গ্ল্যামরগানের বিপক্ষে মুস্তাফিজের বদলি হিসেবে খেলবেন কুলাসেকারা। সাসেক্সের এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুলাসেকারার যোগদান নিশ্চিত করা হয়।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সাসেক্স রয়েছে চার নম্বরে। সাউথ গ্রুপে থাকা দলটি তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে শীর্ষে থাকা গ্ল্যামরগানের থেকে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ৩০ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।