ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ফেসবুকে সরাসরি সাকিব-গেইলদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ফেসবুকে সরাসরি সাকিব-গেইলদের ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো কোনো ক্রিকেট ম্যাচ ফেসবুকে সরাসরি দেখার ব্যবস্থা করছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ। ফলে, সাকিব আল হাসানদের সবগুলো ম্যাচ দেখা যাবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে।

 

সিপিএলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে আয়োজক কমিটি। আর এর জন্য স্পন্সর প্রতিষ্ঠান গ্রাবায়োর সঙ্গে চুক্তি করেছে তারা।

সিপিএলের ৩৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে তারা। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, সিঙ্গাপুর, মায়ানমার, জাপান, ইতালি, রাশিয়া, বুলগেরিয়া, স্পেন, রোমানিয়া, ডেনমার্ক, ক্রোয়েমিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, সুইডেন, পেরু, তুরস্ক, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, সাইপ্রাস, চিলি, কোস্টারিকা, ফিলিপাইনের মতো বিশ্বের প্রায় ৪০ টি দেশে ম্যাচগুলো দেখা যাবে।

এর মধ্যদিয়ে সিপিএলই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম কোনো ক্রিকেট লিগ যারা ফেসবুকে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করছে। এর আগে ফেসবুকে ফুটবলের লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্ক থেকে খেলা উপভোগ করা যেত। এই ৪০টি দেশের মধ্যে বাংলাদেশের নাম নেই। ফলে, সাকিব-ভিলিয়ার্স-ম্যাককালাম-ওয়াটসনদের ম্যাচ বাংলাদেশের মানুষ ফেসবুকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না।

এবারের টুর্নামেন্টে ফাফ ডু প্লেসিস, শোয়েব মালিক, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, মাইক হাসি, কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইনদের মতো তারকারা মাঠ মাতাবেন। ছয় দল নিয়ে সাজানো এ আসরে জ্যামাইকার দলে সাকিবদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। জ্যামাইকা তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় অনুযায়ী ০২ জুলাই। সাকিবদের প্রতিপক্ষ হিসেবে থাকছে সেন্ট কিটস।

সিপিএলের প্রধান অপরারেশন অফিসার পেটে রাসেল জানান, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, এবারের সিপিএলের আসরের ম্যাচগুলো ফেসবুকে সরাসরি দেখাতে পারব। ২০১৫ সালে পুরো বিশ্বে সিপিএল দেখেছে প্রায় ৯৩ লক্ষ মানুষ। বিশ্বব্যাপী সিপিএলের জমজমাট উত্তেজনা ছড়িয়ে দিতে চেষ্টার কোনো কমতি থাকবেনা।

স্পন্সর প্রতিষ্ঠান গ্রাবায়োর সিইও গ্যারেথ কাপোন জানান, টি-টোয়েন্টি ক্রিকেটের ছোটো ফরমেট বিশ্বায়নে সহায়তা করে। এটি প্রসারিত করতেই আমাদের এই চেষ্টা। নতুন জেনারেশনকে এই খেলার প্রতি আকৃষ্ট করা দরকার। তাদের সকলের চাহিদার কথা মাথায় রেখে নব এই পদ্ধতি হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ৩০ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।