ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাসেক্সে সেরাটা খেলার প্রত্যয় মুস্তাফিজের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
সাসেক্সে সেরাটা খেলার প্রত্যয় মুস্তাফিজের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজুর রহমানের ইংলিশ কাউন্টি দল সাসেক্সে খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।   ইনজুরি কাটিয়ে এখন অনেকটাই ফিট কাটার মাস্টার।

এজন্য ঈদের পরই মুস্তাফিজকে ইংল্যান্ডে যাবার অনুমতি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করতে পারেন বাংলাদেশ দলের এ বাঁহাতি পেসার।

আইপিএল মাতিয়ে আসা মুস্তাফিজ কাউন্টিতেও নিজের সেরাটা দেয়ার ব্যাপারে আশাবাদী। শুক্রবার (০১ জুলাই) মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমকে মুস্তাফিজ জানান, ‘ক্রিকেট খেলা আবিস্কার করেছে ইংল্যান্ড। ওখানে গিয়ে খেলতে পারলে ভালো লাগারই কথা। যদি সুযোগ পাই চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার। ’

ইনুজরি প্রসঙ্গে মুস্তাফিজ জানান, ‘যে আশা নিয়ে বোলিং শুরু করেছিলাম সেরকম বোলিং করেছি নেটে। সবকিছুই ভালো হচ্ছে। ’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষেই মুস্তাফিজের সাসেক্সের হয়ে অভিষেক হওয়ার কথা। টুর্নামেন্টের শেষ দিকের চারটি ম্যাচ খেলবেন তিনি।

এদিকে মুস্তাফিজের অপেক্ষায় থাকা সাসেক্স বৃহস্পতিবার শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকেরাকে দলে টেনেছে। কুলাসেকেরার সঙ্গে অবশ্য তিন ম্যাচের জন্য চুক্তি করেছে ক্লাবটি।
 
‌এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একবার ইংল্যান্ড সফর করেছিলেন মুস্তাফিজ। একটি ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন এ বাঁহাতি পেসার।
 
আইপিএল অভিষেকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেন মুস্তাফিজ। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট দুনিয়া। এবার কাউন্টিতেও পা পড়ছে কাটার মাস্টারের।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ০১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।