ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদে কিছুই নেননি মুস্তাফিজ!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
ঈদে কিছুই নেননি মুস্তাফিজ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: কেনাকাটায় খুব বেশি আগ্রহ নেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ঈদকে সামনে রেখে পরিবারের সদস্যদেরও কিছু কিনে দেয়া হয়নি তার! তবে সবাইকে টাকা দিয়েছেন পছন্দমতো কেনাকাটা করতে।

ঈদ উপলক্ষে নিজে কেনেননি কিছুই।

 

শুক্রবার (০১ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে ঈদের কেনাকাটা প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘আমার নিজের কোনো পছন্দ নেই। যাদেরকে উপহার দিতে হয়, সবাইকে টাকা দিয়েছি। নিজেদের পছন্দমতো কিনে নেবে। নিজের জন্য কিছু কিনিনি। ’
 
পরিবারের সঙ্গে ঈদ করতে আগামীকাল (০২ জুলাই) গ্রামের বাড়ি সাতক্ষীরায় রওয়ানা হওয়ার কথা মুস্তাফিজের। বাইরে ঘোরাফেরার চেয়ে পরিবারকে সময় দিতে চান বেশি। গতবার দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চট্টগ্রামে ঈদ করতে হয়েছিল।

এবার পরিবার, কাছের বন্ধুদের সঙ্গে ঈদ করতে পারবেন ভেবে উচ্ছ্বসিত ২০ বছরের এই তরুণ, ‘পেছনের ঈদটায় চট্টগ্রামে ছিলাম। খুব কষ্টেই কেটেছিল। এবার বাড়িতে যাব।   বাবা-মা, ভাইদের, বন্ধুদের সবাইকে পাব। ভালো লাগারই কথা। ঈদে বাড়িতেই থাকবো। ঘোরাঘুরির পরিকল্পনা নেই। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ০১ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।