ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কুম্বলের কমিটি থেকে শাস্ত্রীর পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
কুম্বলের কমিটি থেকে শাস্ত্রীর পদত্যাগ কুম্বলে ও শাস্ত্রী-ছবি:সংগৃহীত

ঢাকা: আইসিসির ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলে, সেই কমিটি থেকে পদত্যাগ করলেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক টিম ডিরেক্টর অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন।

 

শাস্ত্রী বলেন, ‘ব্যক্তিগত কাজের জন্যই ইস্তফা দিতে বাধ্য হলাম। ’ টিভি-মিডিয়ায় তার বিশেষজ্ঞের ভূমিকার চাপকেই এই ইস্তফার কারণ বলে দাবি করলেও ক্রিকেট মহলে গুঞ্জন যে, কুম্বলেকে এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিলেন।

কুম্বলের ভারতীয় দলের কোচ হয়ে আসা নিয়েই সম্প্রতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাক-যুদ্ধে জড়িয়ে পড়েন শাস্ত্রী। দু’জনের মধ্যে এ নিয়ে বেশ বাক-বিতান্ডা হয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।