ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

কেন সাঙ্গাকারার একাদশে নেই শচীন?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
কেন সাঙ্গাকারার একাদশে নেই শচীন?

ঢাকা: সম্প্রতি নিজের পছন্দের একাদশের নাম ঘোষণা করেছেন শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তবে দল ঘোষণার পরই ক্রিকেট মহলে সমালোচনার শিকার হন তিনি।

কারণ তার একাদশে জায়গা পাননি সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের।

 

তার সাজানো সর্বকালের সেরা একাদশে ভারতের রাহুল দ্রাবিড়কে নেওয়া হলেও বাদ পড়েন শচীন। তাই সাঙ্গার ওপর ক্ষেপেছেন সমর্থকরাও। এদিকে লঙ্কান তারকার দীর্ঘদিনের সতীর্থ মাহেলা জয়াবর্ধনেও রয়েছেন একাদশের বাইরে। সেই সঙ্গে অরবিন্দ ডি সিলভাকে অধিনায়ক করায় সমালোচনা বেড়েই চলে।

চারদিকে এমন সমোলোচনার জবাব অবশ্য না দিয়ে পারেননি সাঙ্গাকারা। তিনি জানান, ‘এতো তারকার মাঝে আসলে সেরা একাদশ পছন্দ করাটা বেশ কঠিন। আমি এমনকি ভারতের শেওয়াগ ও বিরাট কোহলিকেও দলে রাখতে পানিনি। আর ডি সিলভা দলের লঙ্কান গ্রেট ছিলেন। ’

সাঙ্গার একাদশ: ম্যাথিউ হেইডেন, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা, রিকি পন্টিং, অরবিন্দ ডি সিলভা (অধিনায়ক), জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, চামিন্দা ভাস।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।