ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদে পরিবারকেই বেশি সময় দেবেন মুমিনুল

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ঈদে পরিবারকেই বেশি সময় দেবেন মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করতে চায় পরিবারের সঙ্গে। বাংলাদেশ দলের ক্রিকেটার মুমিনুল হকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

প্রিমিয়ার লিগ শেষে কক্সবাজারের বৈদ্যেরঘোনার বাড়িতে ফেরার প্রস্তুতি এখন মুমিনুলের। সঙ্গে থাকছে এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষা।

 

মুমিনুলের শৈশব কেটেছে কক্সবাজারের হাওয়া-বাতাসে। কৈশর কেটেছে বিকেএসপিতে। আর এখন তো দেশ-বিদেশে খেলে বেড়াতে হয় বাংলাদেশের প্রতিনিধি হয়ে। পরিবারকে খুব কম সময়ই দেয়া হয় মুমিনুলের। ঈদের আগে-পরে আন্তর্জাতিক সিরিজের ভাবনা নিয়ে কাটে ঈদগুলো।

 

এবার অবশ্য ক্রিকেট নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই। প্রিমিয়ার লিগ ভালোভাবে শেষ করে বাবা-মা, ছোট বোনের সঙ্গে ঈদ করতে ‍মমিনুল ছুটছেন কক্সবাজারে। ঈদ নিয়ে তেমন পরিককল্পনা নেই মুমিনুলের, ‘বাবা-মা আমার জন্য কেনাকাটা করেছেন, আমিও তাদের জন্য কিনেছি, বোনের জন্য কিনেছি। বাড়ি গিয়ে পরিবারকেই বেশি সময় দেব। ’

মায়ের হাতের সেমাই, ফিরনি খুব পছ্ন্দ মুমিনুলের। ঈদের দিন সকালে মিষ্টিমুখ করে বাবার সঙ্গে ঈদগাহে ছুটে যান মুমিনুল। নামাজ শেষে বন্ধু ও এলাকার মানুষের সঙ্গে কোলাকুলি পর্ব শেষে ফেরেন বাড়িতে। এরপর মা ও ছোটবোনের সঙ্গে সময় কাটান।

বাংলানিউজকে মুমিনুল জানান, ‘সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে আড্ডা জমাই, ঈদের দিনটায় পরিবারের সবার সঙ্গে সময় কাটাই। সারাদিন আম্মার সাথে গল্প করি। সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে ঘুরি, বিচে যাই। দারুণ আড্ডা হয় বন্ধুদের সঙ্গে। ’

মুমিনুল এবার বাড়ি ফিরছেন কঠিন এক চ্যালেঞ্জে জয়ী হয়ে। প্রিমিয়ার লিগের শুরুতে বার্তা দিয়েছিলেন ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে মেলে ধরার। বাংলাদেশের সফল এ টেস্ট ক্রিকেটার সদ্য শেষ হওয়া লিগে ভিক্টোরিয়ার জার্সিতে ১৬ ম্যাচে ৪১.৯৩ গড়ে রান তুলেছেন। সর্বমোট ৬৭১ রান করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। সাতটি অর্ধশতকের সঙ্গে তার রয়েছে একটি শতক। অবাক করার মতো উন্নতি স্ট্রাইকরেটেও। এবারের প্রিমিয়ার লিগে তার স্ট্রাইকরেট একশ’র কাছাকাছি (৯৫.৯৯।   অথচ ২৬টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা মুমিনুলের স্ট্রাইকরেট ৭৪.৫৮।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রয়েছে বাংলাদেশের ব্রাডম্যান খেতাব পাওয়া মুমিনুলের নাম।

দারুণভাবে প্রিমিয়ার লিগ শেষ করা মুমিনুলের এবারের ঈদটা তাই অন্যরকম। জাতীয় দলের ক্যাম্পও শুরু হচ্ছে ঈদের প্রায় দুই সপ্তাহ পর (২০ জুলাই থেকে)। ঈদটা তাই পরিবারের সঙ্গে দারুণভাবে কাটানোর পরিকল্পনাই কক্সবাজারের এই তরুনের। এতো লম্বা সময় বাড়িতে থাকার সুযোগটা নিঃসন্দেহে মানসিক শান্তি মুমিনুলের জন্য।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ০২ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।