ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদ করতে বাড়ির পথে মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
ঈদ করতে বাড়ির পথে মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: পরিবারের সঙ্গে ঈদ করতে সাতক্ষীরার উদ্দ্যেশে রওয়ানা হয়েছেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের ফ্লাইটে যশোরের পথে যাত্রা করেন মুস্তাফিজ।

যশোর বিমানবন্দরে মুস্তাফিজের জন্য অপেক্ষা করছেন তার সেজো ভাই মোখলেছুর রহমান পল্টু।   মুস্তাফিজের বাড়ি ফেরার বিষয়টি তিনিই বাংলানিউজকে নিশ্চিত করেন।

 

গতবার রোজার ঈদটা কষ্টে কেটেছে মুস্তাফিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় ছুটি পাননি। ঈদ করতে হয়েছিল চট্টগ্রামেই। এবার আর তেমনটি হচ্ছে না। ঈদে পুরো এক সপ্তাহ বাড়িতে কা‍টিয়ে আগামী ১০ জুলাই ঢাকায় ফিরবেন মুস্তাফিজ।

ঢাকায় ফিরে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নিতে ১৩ জুলাই ইংল্যান্ডের পথে রওয়ানা হওয়ার কথা মুস্তাফিজের। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজুর রহমানের ইংলিশ কাউন্টি দল সাসেক্সে খেলা নিয়ে দীর্ঘ সময় পর অনিশ্চয়তা কাটে গতকাল।

ইনজুরি কাটিয়ে ফিট হয়ে ওঠায় ঈদের পরই মুস্তাফিজকে ইংল্যান্ডে যাবার আনুষ্ঠানিক অনুমতি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষেই মুস্তাফিজের সাসেক্সের হয়ে অভিষেক হওয়ার কথা। টুর্নামেন্টের শেষ দিকের চারটি ম্যাচ খেলবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ০২ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।