ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

গুলশান হামলায় বিসিসিআই প্রেসিডেন্ট ও কোচের নিন্দা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
গুলশান হামলায় বিসিসিআই প্রেসিডেন্ট ও কোচের নিন্দা ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলায় নিন্দা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নবনিযুক্ত প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং প্রধান কোচ অনিল কুম্বলে। হামলায় এক ভারতীয় তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

তারুশী নামের ঔ ভারতীয় তরুণীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এদিকে, বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর টুইট করেন, ‘ইস্তানবুল আক্রমণের পর এবার ঢাকা থেকে আক্রমণের ন্যাক্কারজনক সংবাদ এলো। সভ্য সমাজের কোথাও সন্ত্রাসীদের স্থান নেই। ’

ওই রেস্টুরেন্টে শুক্রবার (১ জুলাই) রাত ৮টায় সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে যে জিম্মি সংকটের সৃষ্টি করে, তা শেষ হয় শনিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে। সংকটের সমাধানে অভিযান চালায় সেনা ও নৌবাহিনী এবং র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী।

নিন্দা জানিয়ে ভারতের নতুন কোচ ও দেশটির কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে টুইট করেন, ‘সন্ত্রাসীদের আরেকটি কাণ্ডজ্ঞানহীন আচরণ। ঢাকা আক্রমণে ক্ষতিগ্রস্থদের প্রতি প্রার্থনা রইল। ’

সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি ২০ বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় হামলাকারীর মরদেহও। এছাড়া রাতে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ০২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।