ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়হীন লঙ্কানরা, সিরিজ ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
জয়হীন লঙ্কানরা, সিরিজ ইংলিশদের

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিও জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী শ্রীলঙ্কাকে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ তে সিরিজ নিজেদের করে রাখলো ইংলিশরা।

সিরিজের বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। ফলে, কোনো ম্যাচে জয়ের স্বাদ নিতে পারেনি লঙ্কানরা।

কার্ডিফে আগে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩২৪ রান। জবাবে, ৪২.৪ ওভার ব্যাট করে ২০২ রান তুলেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করে বিদায় নেন জো রুট। ওপেনার জ্যাসন রয় ৩৪ রান করলেও আরেক ওপেনার জেমস ভিঞ্চ ৫১ রান করেন। দলপতি ইয়ন মর্গান ২০ রান করেন। আর ২২ রান আসে বেয়ারস্টোর ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন জোস বাটলার। ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৪৫ বলে ৭টি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান। ৯ বলে ১৭ রান করেন ক্রিস ওকস।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন গুনাথিকালা।

৩২৫ রানের বিশাল টার্গেটে নেমে সর্বোচ্চ ৫৩ রান করেন দিনেশ চান্দিমাল। ৪৮ রান আসে ওপেনার গুনাথিকালার ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারলে ২০২ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

ইংলিশদের হয়ে চারটি উইকেট পান ডেভিড উইলি। আর তিনটি উইকেট দখল করেন লিয়াম প্লাংকেট। দুটি উইকেট তুলে নেন আদিল রশিদ।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।