ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচেই সাকিবদের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
প্রথম ম্যাচেই সাকিবদের দুর্দান্ত জয়

ঢাকা: চলমান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে সাকিব-গেইল-সাঙ্গাকারা-স্টেইন আর আন্দ্রে রাসেলদের নিয়ে সাজানো জ্যামাইকা। তারকা সমৃদ্ধ স্বাগতিক সেন্ট কিটসকে ৫ রানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল সাকিবের দলটি।

সেন্ট কিটসের মাঠে স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে সাকিব আল হাসানদের জ্যামাইকা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দলটি। জবাবে, ৭ উইকেট হারানো সেন্ট কিটস তোলে ১৪৮ রান।

জ্যামাইকার হয়ে দলপতি ক্রিস গেইল করেন সর্বোচ্চ ৫১ রান। ক্যারিবীয়ান এই ব্যাটিং দানবের ৩৬ বলের ইনিংস থেকে ৪টি চার আর ৩টি ছক্কার মার আসে। কুমার সাঙ্গাকারা করেন ২১ বলে ২৬ রান। কাইরন পোলার্ড ৪ রান আর সাকিব ১৫ বলে ৭ রান করে বিদায় নেন।

আন্দ্রে রাসেল ব্যাট হাতে জ্বলে উঠে ২০ বলে দুটি চার আর তিনটি ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। ১৪ বলে ১৯ রান করেন ইমাদ ওয়াসিম।

সেন্ট কিটসের হয়ে দুটি করে উইকেট নেন থিসারা পেরেরা এবং তাবরাইজ সামসি। একটি উইকেট পান ক্রিসমার সান্তোকি। ১৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সেন্ট কিটসের ওপেনার লেন্ডল সিমন্স ২৯ বলে ২৮ রান করে বিদায় নেন। আরেক ওপেনার এভিন লুইস করেন ৮ রান। চার নম্বরে নামা জোনাথন কার্টার ১৮ বলে ২৭ রান করে বিদায় নেন। সাকিবের ঘূর্ণি জাদুতে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি।

দলপতি ফাফ ডু প্লেসিস ২৯ বলে ২৭ রান করে বিদায় নেন। পঞ্চম ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন ৭ রান করা থিসারা পেরেরা। সাকিবের হাতে ধরা পড়েন এই লঙ্কান তারকা। এরপর বিদায় নেন ব্রাড হজ (১২) আর কার্লোস ব্রাথওয়েইট (১)। আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে না পারলে ১৪৮ রানেই থামে সেন্ট কিটসের ইনিংস।

তবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন ডেভন থমাস। টিমরয় অ্যালেনের করা শেষ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার ছিল স্বাগতিকদের। প্রথম দুই বলে দুটি ডাবল আর পরের তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমান থমাস। শেষ বলে ৮ রানের প্রয়োজন হলে একটি ডাবল নিতে সক্ষম হন ৭ বলে তিনটি ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকা থমাস।

সাকিব বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচায় একটি উইকেট তুলে নেন। ডেল স্টেইন ৪ ওভারে ২১ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন। ৪ ওভারে ২৩ রান খরচ করে তিনটি উইকেট পান উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।