ঢাকা: ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকের পর ম্যাচ ফিক্সারদের আজীবন নিষেধাজ্ঞার দাবি জানালেন দলটির পেসার স্টুয়ার্ড ব্রড। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে আলোচনায় এখন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির।
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে অভিযু্ক্ত হন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। শাস্তি ভোগের পর আবার সেই লর্ডসেই প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছেন এ পেসার। আগামী ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন আমির। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা ক্রিকেটারের লর্ডস-প্রত্যাবর্তন ভালো চোখে দেখছেন না অনেক ক্রিকেটারই।
ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ড ব্রড বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট থেকে ফিক্সিংয়ের মতো ভয়াবহ ব্যাধি থেকে দূরে থাকার একটাই পথ আছে। সেটি হলো যেকোনো ধরনের ফিক্সিংয়ে জড়িত হলেই তাকে আজীবন নিষিদ্ধ করা। ’
ফিক্সারদের কঠিন শাস্তির দাবি জানালেও আমিরের বিপক্ষে লর্ডস টেস্টে খেলতে কোনো আপত্তি নেই ব্রডের, ‘আমিরের সঙ্গে খেলবো এটা ভেবে খারাপ কোনো অনুভূতি আমার ভেতরে তৈরি হচ্ছে না। ’
লডর্সে নামার আগে ৬ বছর আগের স্মৃতি মনে করলেন ব্রড। আমির যে ম্যাচে স্পট ফিক্সিং করেন ওই ম্যাচেই টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির (১৬৯) দেখা পেয়েছিলেন এ লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান, ‘ওটাই ছিল আমার ক্যারিয়ারের সেরা ইনিংস। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ওই স্মৃতিগুলো আমার চোখে ভাসছে। আমি ওই ইনিংসটার কথা কখনোই ভুলতে পারবো না। বিশেষ করে সেঞ্চুরি পূরণে চূড়ান্ত রানটি নেয়ার জন্য যেভাবে ছুটেছিলাম। ’
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল আমিরকে।
নিষেধাজ্ঞা কাটিয়ে যেভাবে বিশ্বের সেরা কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী লড়াইয়ে ফিরেছিলেন, ঠিক সেভাবে পাকিস্তানি পেসার আমিরও টেস্ট ক্রিকেট ফিরবেন বলে বিশ্বাস পাকিস্তানের নিষিদ্ধ থাকা সাবেক অধিনায়ক সালমান বাটের। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেবে আমির, বিশ্বসেরা বোলার হয়ে নিজেকে আবারও প্রমাণ করবে-এমনটি বিশ্বাস করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।
২০১৫ সালের ১৩ মার্চ ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে প্রত্যাবর্তন হয় আমিরের। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন আমির। ২৪ বছর বয়সী আমির ক্রিকেটে ফিরে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৬টি উইকেট তুলে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৬
এসকে/এমআরপি