ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতেও লঙ্কানদের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
টি-টোয়েন্টিতেও লঙ্কানদের অসহায় আত্মসমর্পণ ছবি: সংগৃহীত

ঢাকা: এক‍রাশ হতাশা নিয়েই ইংল্যান্ড সফর শেষ করলো শ্রীলঙ্কা। ইংলিশদের বিপক্ষে একটি ম্যাচেও জেতা হলো না ম্যাথিউস-চান্দিমালদের।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর একমাত্র টি-২০ ম্যাচেও স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে লঙ্কানরা।

আট উইকেট হাতে রেখে ও ১৫ বল বাকি থাকতেই ১৪১ রানের লক্ষ্য টপকে যায় ইংল্যান্ড। জস বাটলার (৪৯ বলে ৭৩) ও অধিনায়ক ইয়ন মরগান ৪৭ রানে (৩৯ বল) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। জেসন রয় (০) ও জেমস ভিঞ্চির (১৬) উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এর আগে সাউদাম্পটনে টস জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভার শেষে ১৪০ রানে অলআউট হয় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার দানুস্কা গুনাথিলাকার ব্যাট থেকে। দিনেশ চান্দিমাল ২৩, কুশল মেন্ডিস ২১, কুশল পেরেরা ১৩, ম্যাথিউস ১১, রামিথ রাম্বুকওয়েলা ১৯ ও পারভেজ মাহরুফ ১০ রান করে আউট হন।

ক্রিস জর্ডান ও লিয়াম ডসন তিনটি করে আর লিয়াম প্লাঙ্কেট দু’টি উইকেট দখল করেন। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার ডসন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।