ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

গ্রান্ট ফ্লাওয়ারের চুক্তির মেয়াদ বাড়ালো পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
গ্রান্ট ফ্লাওয়ারের চুক্তির মেয়াদ বাড়ালো পিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সাথে একই মেয়াদের জন্য চুক্তি বেড়েছে দলটির ফিটনেস ট্রেনার গ্র্যান্ট লুডেনেরও।

দলের হেড কোচ মিকি আথারের পরামর্শেই এই দুই কোচের চুক্তির মেয়াদ বেড়েছে বলে ইএসপিএনক্রিকইনফো’কে জানিয়েছে পিসিবি।

২০১৪ সালের জুলাইয়ে পিসিবি’র সঙ্গে দুই বছরের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন দলটির ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেনার লুডেন।

যদিও এর আগে দলের জন্য পিসিবিকে নতুন কোচিং স্টাফের পরামর্শ দিয়েছিলেন হেড কোচ মিকি আর্থার। তারপরেও এই জুটিকেই আগামী এক বছরের জন্য রেখে দেয়ার প্রস্তাব করেছেন তিনি।

তবে টিম পাকিস্তানের নতুন ফিল্ডিং কোচ হিসেবে খুব শিগরিরই দেখা যাবে অস্ট্রেলিয়ান স্টিভ রিক্সনকে।

এদিকে, শুধু মাত্র ইংল্যান্ড সফরকে সামনে রেখে দলটির সীমিত ওভরের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সাবেক বোলার আজহার মেহমুদ।

মূলত, পাকিস্তানের পুরো কোচিং স্টাফ বোর্ডের সঙ্গে এক বছরের চুক্তিতে আছেন। এমনকি হেড কোচ মিকি আর্থারও। তবে আর্থারের চুক্তির মেয়াদ বাড়তে পারে যদি তিনি পারফরম্যান্স ভালো দেখাতে পারেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ১১ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।