ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট থেকে অবসরে জেরম টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
টেস্ট থেকে অবসরে জেরম টেইলর জেরম টেইলর-ছবি:সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেরম টেইলর। এমনটিই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরো মনোযোগী হতে টেস্টে ছেড়েছেন সাদা পোশাকে ১৩ বছরে ৪৬ টেস্টে ১৩০ উইকেট পাওয়া এই তারকা।

 

৩২ বছর বয়সী টেইলর চলতি বছরের শুরুতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন। তবে আসছে ভারত সিরিজে তাকে দলে না নেওয়া হলে বোর্ডের কাছে নিজের সিদ্ধান্ত জানান টেইলর।

এর আগে ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে টেস্টে অভিষেক হয়েছিলো টেইলরের। শুরুতেই দুর্দান্ত করা ডানহাতি এ বোলারের মাঝে অবশ্য ইনজুরির কারণে বেশ সময় মাঠের বাইরে থাকতে হয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।