ঢাকা: ক্যারিয়ারের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করতে পারলেন না সাকিব আল হাসান। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মাইলফলক এ ম্যাচটি খেলতে সোমবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে নিজ দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ব্রিজটাউনের কেনিংটন ওভালে সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে মাঠে নামেন সাকিবরা। তবে ভারি বৃষ্টির কারণে ম্যাচটি প্রায় আড়াই ঘণ্টা পরে শুরু হয়। পরে দু’দলের জন্য ১২ ওভার খেলা নির্ধারণ করা হয়।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বার্বাডোজের অধিনায়ক কাইরন পোলার্ড। আগে ব্যাটিং পেয়ে শুরুটা দারুণ করে জ্যামাইকা। কিন্তু ম্যাচের ১০ ওভারের সময় আবারও বৃষ্টি হানা দিলে আম্পায়ার ও ম্যাচ রেফারি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।
ব্যাটিংয়ে নেমে ১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১১৬ রান করে জ্যামাইকা। দলের হয়ে মারমুখি ভঙ্গিতে খেলা অধিনায়ক ক্রিস গেইল সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ২০ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ইনিংসটি সাজান।
ছয় দলের এ টুর্নামেন্টে জ্যামাইকার বর্তমান অবস্থান দ্বিতীয়। দলটি নিজেদের চার ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটি ম্যাচে পরাজয় দেখেছে। বাকিটি পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৬
এমএমএস