ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে তিনশো উইকেট পাবেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
সাদা পোশাকে তিনশো উইকেট পাবেন স্টার্ক মিচেল স্টার্ক-ছবি:সংগৃহীত

ঢাকা: ক্রিকেটে ফাস্ট বোলারদের ক্যারিয়ারে প্রধান সমস্যা ইনজুরি। ফলে তিন ফরম্যাটে পারর্ফম করে যাওয়াটা তাদের জন্য হয়ে ওঠে খুবই কঠিন।

তবে নিজের সেরাটা দিতে পারলে টেস্টে এক সময় ৩০০ উইকেটের মালিক হবেন মিচেল স্টার্ক। এমনটিই জানালেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহমান।

স্টার্ক অজিদের হয়ে গত টেস্ট মৌসুমের অর্ধেক সময় ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিনি ত্রি-দেশীয় সিরিজে ফিরেছিলেন। আর এ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও ফিরছেন তিনি। যেখানে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবেই খেলবেন বাঁহাতি এ তারকা পেসার।

এক সাক্ষাৎকারে লেহমান জানান, ‘সে (স্টার্ক) যদি নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তবে সাদা পোশাকে ৩০০ উইকেট লাভ করবে। আসলে সে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলে। যেটি তার জন্য খুবই কঠিন। আর আমাদের কোচিং স্টাফদের জন্যও ব্যাপারটি অনেক চ্যালেঞ্জের। সে ফিট থাকলে আমরা চাইবো তাকে সব ধরনের ক্রিকেটই খেলাতে। ’

স্টার্ক এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৫টি টেস্ট খেলেছেন। যেখানে ৩.৪১ ইকোনোমিতে তিনি ৯১টি উইকেট তুলে নিয়েছেন।

লঙ্কার মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আগামী ২৬ জুলাই পাল্লেকেলেতে দু’দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ৪ আগস্ট গলে দ্বিতীয়  ও কলম্বোতে ১৩ আগস্ট তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।