ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজনীতির মাঠে নামতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
রাজনীতির মাঠে নামতে চান আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: পাকিস্তানের সিনিয়র তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি এবার রাজনীতির মাঠ কাঁপানোর ঘোষণা দিয়েছেন। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফর্মে অধিনায়কত্ব হারানো ‘বুম বুম’ আফ্রিদি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলে দেশটির রাজনীতির ময়দানে নামবেন বলে জানিয়েছেন।

জাতীয় দলে জায়গা না পাওয়া আফ্রিদির বিশ্বাস এখনো তার সময় শেষ হয়ে যায়নি। ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা পোষণ করে জানান, দেশের মানুষের পাশে থাকার জন্য আর দেশের মানুষকে সাহায্য করার জন্য রাজনীতিই উত্তম পন্থা।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানান, ‘ক্যারিয়ার শেষে আমি রাজনীতিতে যোগ দিতে ইচ্ছুক। অবশ্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী এটার বিপক্ষে মত দিয়েছেন। তবে, আমার দৃষ্টিতে রাজনীতিবিদরা হলেন জনগণের সেবক, আমিও চাই জনগণের সেবা করতে। ’

জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া আফ্রিদি বর্তমানে দাতব্য কাজের দিকেই মনোযোগ দিতে চাচ্ছেন। ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নিয়ে আপাতত তিনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করবেন। দেশে কিছু বিদ্যালয় স্থাপনে তিনি এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন।

বর্তমানে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে ইংল্যান্ডে রয়েছেন আফ্রিদি। সেখানেও বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে কাজ করে চলেছেন তিনি।

সামাজিক কাজের মাধ্যমেও জনগণের সেবা করা যায় জানিয়ে আফ্রিদি বলেন, যেকোনো কল্যাণমূলক সংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ না করেও আমি মানুষের সেবা করতে পারি। আমার ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।