ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

এইচপি ক্যাম্পে আরও এক তরুণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এইচপি ক্যাম্পে আরও এক তরুণ

ঢাকা: ক্রিকেটারদের নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত প্রশিক্ষণদানে ২৪ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। আগামী ১৭ জুলাই শুরু হতে যাওয়া এই ক্যাম্পে ডাক পেলেন আরেক তরুণ ক্রিকেটার সালমান হোসেন ইমন।

 

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের হয়ে খেলেছেন ২১ বছর বয়সী এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। মঙ্গলবার (১২ জুলাই) এইচপি ক্যাম্পে ক্রিকেটারদের তালিকায় সালমান হোসেনের নাম যুক্ত করেছে বিসিবি। ফলে ক্যাম্পে অংশ নিতে যাওয়া ক্রিকেটারের সংখ্যা এখন ২৫।

১৭ জুলাই মিরপুরে শুরু হবে প্রায় আড়াই মাসের এ ক্যাম্পটি। এজন্য ক্রিকেটারদের আগামী ১৬ জুলাই বিসিবি একাডেমি ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। ঈদ শেষে এইচপি ক্যাম্পে যোগ দিতে আগেভাগেই গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

এবারের এইচপি ক্যাম্পে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ঘরের মাঠে বিশ্বকাপ খেলা ছয় ক্রিকেটার। তারা হলেন মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফু্দ্দিন, সাইফ হাসান, মেহেদি হাসান রানা ও জাকির হোসেন।

এছাড়াও সাদমান ইসলাম, তাসামুল হক, মো: আল-আমিন, আবু হায়দার রনি, এবাদত হোসেনের (পেসার হান্ট থেকে) মতো তরুণরাও ঠাঁই পেয়েছেন স্কোয়াডে।

স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে তিনজন টপঅর্ডার ব্যাটসম্যান, ছয়জন মিডলঅর্ডার ব্যাটসম্যান, তিনজন অলরাউন্ডার, চারজন স্পিনার, সাতজন পেসার ও দুইজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছেন।

এবারের এইচপি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার সহকারী হিসেবে থাকবেন বেশ কয়েকজন দেশিয় কোচ।

এইচপি ক্যাম্পের স্কোয়াড:
টপঅর্ডার-সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ।
অলরাউন্ডার-মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু।
মিডলঅর্ডার- মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত,  আল-আমিন, তাসামুল হক, সালমান হোসেন ইমন।
স্পিনার-সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।
পেসার-আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাসিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
উইকেটরক্ষক- ইরফান শুক্কুর ও জাকির হাসান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ১২ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।