ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরের প্রত্যাবর্তন ও কিংবদন্তিদের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
আমিরের প্রত্যাবর্তন ও কিংবদন্তিদের প্রতিক্রিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: টেস্ট ক্রিকেটে দীর্ঘ প্রতীক্ষিত ও বিতর্কিত প্রত্যাবর্তনের অপেক্ষায় মোহাম্মদ আমির। তার ফেরা নিয়ে ক্রিকেটের বর্তমান ও সাবেক তারকা অনেকেই যার যার ব্যক্তিগত মতামত ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

‘স্কাই স্পোর্টস’ তারই একটি চিত্র তুলে ধরেছে।

২০১০ সালের লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারির দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন পাকিস্তানের পেস সেনসেশন। প্রায় ছয় বছর পর একই ভেন্যুতে সাদা পোশাকে ফিরছেন ২৪ বছর বয়সী আমির। বৃহস্পতিবার (১৪ জুলাই) চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আমিরের ক্রিকেটে ফেরা নিয়ে সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেট তারকার মন্তব্য তুলে ধরা হলো:

সাবেক ইংলিশ ওপেনার মাইকেল আথারটন বলেন, ‘সে (আমির) খারাপ একটি ভুল করেছে এবং শাস্তি তার প্রাপ্যই ছিল। এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা এবং কারদণ্ড ভোগ করাটা বেশ কঠিন শাস্তি। তার প্রতি আমার একটা সহানুভূতি আছে এবং আমার বিশ্বাস সে আরেকটি সুযোগের দাবিদার। ’

ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের অভিমত, ‘আমির তার ভুলের শাস্তি পেয়েছে। সে একজন ভালো বোলার। তার মধ্যে প্রচুর স্কিল রয়েছে। সে যদি তা ধরে রাখতে পারে তবে বিশেষ কিছু উপহার দিতে পারবে। ’

ক্যারিবীয় বোলিং গ্রেট মাইকেল হোল্ডিং আমিরকে পূর্ণ সমর্থনই দিয়েছেন, ‘মানুষ জীবনে ভুল করে এবং দ্বিতীয় সুযোগ পায়। মানুষ খুন পর্যন্ত করে। সাজা ভোগের পর সমাজেও ফিরে আসে। আমির যা করেছে তা এর তুলনায় ছোট। আমির ফেরায় আমি খুবই খুশি। যখন এ ঘটনাটি (স্পট ফিক্সিং) ঘটেছিল আমি মনে করি চাপের মুখেই সে এমন ভুল করে। আমার মনে হয় না স্বাভাবিকভাবেই এমনটি করতে চেয়েছিল। আশা করি আমাদেরকে সে তার বোলিংয়ের সক্ষমতা দেখাবে যা কিশোর বয়সেই দেখিয়েছিল। ’

আমিরকে নিষিদ্ধের পক্ষেই নিজের অবস্থান তুলে ধরেন কেভিন পিটারসেন, ‘যেকোনো পুরুষ বা নারী ক্রীড়াবিদ ম্যাচ ফিক্সিংয়ে ধরা পড়লে বা মাদক গ্রহণ করলে আজীবন নিষিদ্ধ করা উচিৎ। এতে করে তারা নিয়ম ভঙ্গ করে। এর জন্য তাদের মূল্য দেওয়ার বিকল্প নেই এবং দ্বিতীয় সুযোগের প্রশ্নই ওঠে না। মানুষ সব সময়ই জীবনে দ্বিতীয় সুযোগ প্রত্যাশা করে কিন্তু ক্রীড়ার জায়গাটা ভিন্ন। ’

এদিকে, আমিরের মুখোমুখি হতে তর সইছে না ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জো রুটের, ‘আমিরকে খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় এ নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তার মুখোমুখি হওয়ার জন্য এটা সেরা ‍সুযোগ। এর  আগে ওর বিপক্ষে কখনো খেলিনি। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং এ সিরিজে তার বিপক্ষে আমরা কীভাবে খেলতে পারি সেটিই দেখতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।