ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার বিরান ভিটোরি। তবে বোলিং শুধরে শুক্রবার (১৫ জুলাই) আবারও ফিরছেন তিনি।
বুলাইওয়েতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে ‘এ’ দল। যেখানে ১৬ সদস্যের দলে নেওয়া হয়েছে ভিটোরিকে। দলে মূল আক্রমণে বাঁহাতি এ বোলারের সঙ্গে আরও আছেন সিংগি মাসাকাদজা।
এ মাসের শেষে কুইন্স স্পোর্টস ক্লাবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্টে প্রথমটি খেলবে জিম্বাবুয়ে। আর এই সিরিজেও খেলার ব্যাপারে আশাবাদী ভিটোরি। এদিকে এ বছরের শেষে শ্রীলঙ্কার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট খেলবে দলটি।
জিম্বাবুয়ে ‘এ’ দল:
রেগিস চাকাভা, ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ট্রেভর গ্রাউই, জয়লর্ড গাম্বি, তিমিয়াসেন মারুমা, সিংগি মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, টিনোটেন্ডা মাওয়েউ, তারিসাই মুসাকান্দা, নাতসাই এম'সাংউই, টিনোটেন্ডা মুতুমবোদজি, নাজাবুলা এনকুবা, ভিক্টর নায়াউচি, বিরান ভিটোরি, শন উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৬
এমএমএস