ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

মন্থর উইকেটে ঝড় তুলবেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
মন্থর উইকেটে ঝড় তুলবেন অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন-ছবি:সংগৃহীত

ঢাকা: চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। এই সফরের দুটি প্রস্তুতি ম্যাচের একটি খেলেছে বিরাট কোহলি বাহিনী।

দুই দিনের সেই ম্যাচটি ড্র হয়। আজ (বৃহস্পতিবার, ১৪ জুলাই) দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দু’দল। তবে এ ম্যাচটি তিন দিনের।

 

প্রথম প্রস্তুতি ম্যাচে ছিলেন না ভারতের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে ক্যারিবীয়দের মন্থর উইকেটে এবার ডানহাতি এ বোলার ঝড় তুলতে প্রস্তুত।

অশ্বিন জানান, ‘আজকের ম্যাচটির দিকে আমি তাকিয়ে আছি। এখানের উইকেট স্লো হলেও গরমের কারণে উইকেট পাওয়া চ্যালেঞ্জিং হবে। আগের ম্যাচটি দেখে আমি খুশি হয়েছিলাম। তবে আমি নিশ্চিত উইকেট পেতে আমাকে প্রচুর বল করতে হবে। ’

অশ্বিন ২০১৫ সালটি টেস্টে শীর্ষ বোলার হিসেবে শেষ করেন। গত তিন বছরের মধ্যে তিনি দ্বিতীয়বার এই কীর্তি গড়েন। আর এবারের ক্যারিবীয় সফরেও তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত আছেন।

২১ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।