ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেভিড সেকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেভিড সেকার ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের নতুন সহকারী কোচ ডেভিড সেকার। পেস বোলিং কোচ হিসেবে তিনি ক্রেইগ ম্যাকডারমটের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি টি-২০ বিশ্বকাপ শেষে অজিদের দায়িত্ব ছাড়েন।

শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার পেস বোলিংয়ের জন্য সেকারের সঙ্গে চুক্তি সম্পন্ন করলো অজিরা।

পাল্লেকেলেতে আগামী ২৬ জুলাই তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

এর আগে দীর্ঘ সময় (২০১০-১৫) ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ ছিলেন পঞ্চাশ বছর বয়সী সেকার। পরে বিগ ব্যাশ টিম মেলবোর্ন রেনেগেডসের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন। সবশেষ তার অধীনে ২০১৫-১৬ মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের শিরোপা ঘরে তোলে ভিক্টোরিয়া।

খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার জাতীয় দলে কখনো সুযোগ পাননি ডেভিড সেকার। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৭২ ম্যাচে ২৪৭টি উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।