ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন ‍অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন ‍অ্যান্ডারসন ছবি: সংগৃহীত

ঢাকা: চলছে ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্ট। ইনজুরির কারণে খেলতে পারছেন না টেস্ট ও ওয়ানডেতে ইংলিশদের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন।

সফরকারীদের জন্য যা স্বস্তিদায়কই বটে! তবে দ্বিতীয় টেস্টেই দলের অভিজ্ঞ পেসারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা।

আগামী ২২ জুলাই চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় যথারীতি বিকেল ৪টায় খেলা শুরু হবে।

ডান কাঁধের ইনজুরিতে ভুগছেন অ্যান্ডারসন। এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচে তার খেলার একটা আভাস দিয়েছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু মেডিকেল টিমের পরামর্শে দলের সেরা বোলারকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকরা। ওল্ড ট্রাফোর্ডে তার দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

র‌্যাংকিংয়ের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেস্ট বোলার অ্যান্ডারসন ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। ওয়ানডে ক্রিকেটেও। ১১৬ টেস্টে ৪৫৪ আর ১৯৪ ওয়ানডেতে ২৬৯টি উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী এ ডানহাতি পেসার।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।