ঢাকা: দেশব্যাপী শুরু হলো অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় সারা দেশের ৭০টি ভেন্যুতে এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট উৎসব। এটি প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট নয়। প্রথম ধাপে থাকছে উৎসবের আমেজে ক্রিকেট এবং প্রতিভা অন্বেষণ। প্রথম দিন (শুক্রবার, ১৫ জুলাই) দেশের ৩৩টি জেলাভিত্তিক ভেন্যুতে উৎসব অনুষ্ঠিত হয়। ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে জানানো এবং খেলাধুলায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্রিকেট উৎসব আয়োজন করা হয়।
ঢাকা মেট্রোপলিটনের ৫টি ভেন্যুতে ১৮ ও ১৯ জুলাই এই উৎসব চলবে। এছাড়া, জেলা পর্যায়ে ৩২টি ভেন্যুতে উৎসব হবে ২২ জুলাই।
প্রথম ধাপে শিশু ক্রিকেটারদের ১২ ওভারের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়। এছাড়া, ক্রিকেটের মৌলিক কৌশলের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। বাছাই করা ১২ থেকে ১৫ জনকে নিয়ে আগামী আগস্টে হবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে প্রতিটি ভেন্যুতে বাছাই করা ১২ থেকে ১৫ শিশু ক্রিকেটারকে নিয়ে হবে সাত দিনের অনুশীলন ক্যাম্প। সেখানেও ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলো শেখানো হবে বলে জানানো হয়।
প্রথম ধাপে দেশের ৭০টি ভেন্যুতে প্রতিদিন ৭টি ম্যাচ হবে। সেখানে শিশু ক্রিকেটারদের জন্য থাকছে ৩০ গজের মাঠ। আর খেলা হবে ১২ ওভারের। ২২ গজের পরিবর্তে খেলা হবে ১৮ গজের উইকেটে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৬
এমআরপি