ঢাকা: ব্যাট-বলের পারফরম্যান্সে ভাগ্যের সহায়তা লাগে অনেক সময়। কিন্তু ক্রিকেটাররা ইচ্ছা করলেই পারেন শারীরিক ফিটনেসকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে।
ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়াতে আগামী ২০ জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। ৩০ সদস্যের স্কোয়াডে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কন্ডিশনিং ক্যাম্প থেকে নিজেকে নতুনভাবে ফিট করার মিশনে নামবেন বলে জানান।
শুক্রবার (১৫ জুলাই) সকালে মিরপুরের একাডেমি মাঠ ও জিমে বেশ কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করেন টি-২০ বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন জানালেন, ‘লম্বা সময় ধরে ফিটনেস ক্যাম্প হবে। আমাদের জন্য তা খুবই ভালো। এখন ক্রিকেট খুব ফাস্ট হয়ে গেছে। ফিটনেস খুব বেশি গুরুত্বপূর্ন। চেষ্টা করবো নিজেকে যত বেশি ফিট করা যায়। ’
ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে শেষ হয়েছে ক্রিকেটের ২০১৫-১৬ মৌসুম। সামনে নতুন মৌসুম। নতুন মৌসুমে পুরনো মৌসুমের ভুল-ত্রুটি শুধরে নিতে চান মিঠুন, ‘সামনের এক বছর কি করবো তার পারফেক্ট সময় হচ্ছে এখন। এ বছর যেগুলোতে প্রবলেম ফেস করেছি পরবর্তীতে যেন এটা না হয় তা রিকোভারি করার চেষ্টা থাকবে ক্যাম্পে। ’
প্রিমিয়ার লিগে পারফরম্যান্স খারাপ করেননি লিজেন্ডস অব রুপগঞ্জের এ ক্রিকেটার। রান সংগ্রহের তালিকায় ছিলেন নয় নম্বর অবস্থানে। ১৪ ম্যাচে সাত ফিফটিতে করেছেন ৫৯০। সর্বোচ্চ ছিল ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে করা ৯০ রানের ইনিংসটি।
মিঠুন তার পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও সাতটি ফিফটির একটিও সেঞ্চুরিতে রূপ দিতে না পেরে আক্ষেপে পুড়ছেন, ‘ওভারঅল পারফরম্যান্স খারাপ হয়নি, ভালোই হয়েছে। সাতটি ফিফটি করেছি। এর মধ্যে ২-৩টা সেঞ্চুরি হতে পারতো। ইনিংসগুলো লম্বা করতে পারিনি। কয়েকটা ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছি। এ জন্য আফসোস হচ্ছে। ’
আগামী সপ্তাহ থেকেই শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। প্রথম দুই দিন ফিটনেস পরীক্ষা নেয়া হবে। কন্ডিশনিং ক্যাম্প পরিচালনা করবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। ফিটনেস দেখার পর ক্রিকেটারদের কর্মপরিধি নির্ধারণ করা হবে।
কন্ডিশনিং ক্যাম্প শেষে স্কিল ক্যাম্প চলবে ইংল্যান্ড সিরিজ শুরুর আগ পর্যন্ত। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এসকে/এমআরএম