ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

অভিভাবকদের জন্য ফেসবুকে মুশফিকের অনুরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
অভিভাবকদের জন্য ফেসবুকে মুশফিকের অনুরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবসময়ই এগিয়ে আসা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশের মানুষকে (অভিভাবক) শিশুদের টিকা ক্যাম্পে নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। একটি ভিডিও তার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করে এই সচেতনতা বাড়ান মুশফিক।

আগামীকাল (শনিবার, ১৬ জুলাই) শুরু হচ্ছে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার ক্যাম্পেইন। সরকারীভাবে সব প্রস্তুতি সম্পন্ন হলেও নিকটস্থ টিকা কেন্দ্রে অভিভাবকদের যেতে অনুরোধ করেছেন মুশফিক।

মুশফিক তার ফেসবুকের ভেরিফাইড পেজে ভিডিওটি পোস্ট করার পাশাপাশি লিখেছেন, ‘আমাদের সবার স্বার্থে ভিডিওটি দেখুন ও সবার সাথে শেয়ার করুন। ভুলবেন না কিন্তু! - মুশি। Please share the video with every one and make them aware. Don't forget! - Mushy.’

অভিভাবকদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করে ভিডিওটিতে মুশফিক বলেন, ‘আসসালামুআলাইকুম। হ্যালো টু এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৬ জুলাই, রোজ শনিবার, ২০১৬। ৬ মাস হতে ৫৯ মাস বয়সী আপনার শিশুকে অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। সময় সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত। আমি আবারও বলছি, সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত; আপনার নিকটস্থ যেকোনো টিকা কেন্দ্রে। ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।